বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

৫০ মিলিয়ন বছর আগে প্রবল বর্ষণ ক্রান্তীয় এলাকার বনাঞ্চলকে রক্ষা করেছিল

Posted On: 16 NOV 2023 4:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৩

 

প্রায় ৫০ মিলিয়ন বছর আগে যখন বিশ্ব খুব উষ্ণ ছিল এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব বেশি ছিল, তখন ক্রান্তীয় এলাকার বনাঞ্চলকে রক্ষা করেছিল প্রবল বর্ষণ।

কীভাবে সে সময় এই প্রতিকূল পরিস্থিতিতে পরিবেশ রক্ষা পেয়েছিল, তার কারণ এখনও খুব একটা জানা যায়নি। প্রতিকূল পরিস্থিতিতে এই অস্তিত্ব রক্ষার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনও জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন স্বশাসিত প্রতিষ্ঠান বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেস-এর বিজ্ঞানীরা ৫০ মিলিয়ন বছর আগেকার ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু সম্পর্কে কিছু তথ্য জোগাড় করেছেন। তাঁদের তথ্যানুযায়ী, উল্লেখযোগ্যভাবে প্রবল বর্ষণের কারণে সেই সময় বনাঞ্চলের অস্তিত্ব রক্ষা পেয়েছিল। আগে এটা জানা ছিল যে, সেই সময় বিশ্ব এখনকার চেয়ে ১৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি উষ্ণ ছিল। ক্রান্তীয় অঞ্চলের অরণ্যের ওপর এর প্রভাব পড়েছিল। সম্প্রতি প্রকাশিত এক জার্নালে এই প্রথম এ ধরনের নতুন তথ্য তুলে ধরা হয়েছে।  

PG/MP/DM



(Release ID: 1977523) Visitor Counter : 65


Read this release in: English , Urdu , Hindi