তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ছবিগুলি সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে আগামী ১৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত

Posted On: 11 NOV 2023 5:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২৩

 

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ছবিগুলি সর্বসাধারণের কাছে প্রদর্শিত হবে আগামী ১৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। ছবিগুলিকে পুরস্কৃত করা হয় ২০২১ সালে। ছবিগুলির মধ্যে রয়েছে ১৮টি ভাষায় নির্মিত ৩০টি কাহিনী এবং ২৭টি অ-কাহিনী চিত্র। ১২ দিন ধরে এই ছবিগুলি দেখানো হবে রাজধানীর সিড়ি ফোর্ট অডিটোরিয়াম ২-এ। 

শ্রেষ্ঠ কাহিনীচিত্র, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ পরিচালনা সহ বিভিন্ন বিভাগে এই ছবিগুলিকে পুরস্কৃত করা হয়। ভারতীয় চলচ্চিত্রের সমৃদ্ধ ভান্ডার এবং শৈল্পিক উৎকর্ষের একঝলক প্রত্যক্ষ করার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা। 

উল্লেখ্য, প্রত্যেকটি ছবিরই ইংরেজি সাব-টাইটেল দেওয়া রয়েছে। অডিটোরিয়ামের ৫ নম্বর গেট দিয়ে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। 'আগে এলে আগে পাবেন' এই ভিত্তিতে বৈধ সচিত্র পরিচয়পত্র যাচাই করার পরই দর্শকদের প্রেক্ষাগৃহের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 

PG/SKD/AS/


(Release ID: 1976509) Visitor Counter : 83