ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক
এমএসএমই ক্ষেত্র ১৫ কোটি কর্মসংস্থানের সূচক পেরিয়ে গেছে, যার মধ্যে ৩.৪ কোটি হচ্ছেন মহিলা, আর উদ্যম পোর্টালে নিবন্ধন হয়েছে ৩ কোটিরও বেশি এমএসএমই: শ্রী নারায়ণ রানে
Posted On:
10 NOV 2023 3:29PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ নভেম্বর ২০২৩।। পনেরো কোটিরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এমএসএমই (লঘু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ)ক্ষেত্র এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। সম্প্রতি কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রী শ্রী নারায়ণ রানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘এক্স’ (আগের টুইটার) হ্যান্ডেলে এনিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি এই বিষয়টির উল্লেখ করেছেন। সঙ্গে তিনি এই সফলতার জন্য উদ্যম পোর্টালের গুরুত্বের কথাও উল্লেখ করেছেন, যে পোর্টালে ৩ কোটিরও বেশি এমএসএমই’র নিবন্ধন হয়েছে। এই নিবন্ধনের মধ্যে ৯৯ লাখ হচ্ছে ইনফর্মাল এমএসএমই, সেগুলোর নিবন্ধন হয়েছে উদ্যম সহায়তা পোর্টালে। আর নিবন্ধন করা ৩ কোটি এমএসএমই’র মধ্যে ৪১ লাখেরও বেশি হছে মহিলা-মালিকানাধীন এমএসএমই।
কেন্দ্রীয় মন্ত্রী এমএসএমই’র ক্ষেত্রে মহিলা কর্মীদের অসাধারণ অবদানের বিষয়টিতেও জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, যে ১৫ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তার মধ্যে ৩.৪ কোটির বেশি নারীদের দখলেই রয়েছে। যা মহিলা উদ্যোগীদের প্রচার ও প্রসার এবং এমএসএমই’র মাধ্যমে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।
কেন্দ্রীয় মন্ত্রী এই সফলতাকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি’র দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রতি উৎসর্গ করেন, যার অটল সহযোগিতা এমএসএমইক্ষেত্রের বৃদ্ধি ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছে।
শ্রী রানে বলেছেন, প্রধানমন্ত্রীর পথনির্দেশে এমএসএমই মন্ত্রক সক্রিয় ভাবে লঘু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রচার ও প্রসারে কাজ করছে এবং জীবিকার নতুন সংস্থান তৈরি করছে ও দেশজুড়ে প্রত্যেকের ক্ষমতায়ন করে তুলছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, এই উল্লেখযোগ্য মাইলফলকটি অতিক্রম করা হল এমএসএমই’র স্থিতিস্থাপকতা ও উৎসর্গীকৃত উদ্যোগের একটি প্রমাণ। সরকারের নিয়মিত সহযোগিতা ও উদ্যোগ এমএসএমই ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে, যা দেশের আর্থিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখবে।
SKC/KMD
(Release ID: 1976270)
Visitor Counter : 76