গ্রাম উন্নয়ন মন্ত্রক

দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এবং এসআইডিবিআই একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে যা নারী নেতৃত্বাধীন উদ্যোগের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক

এই সহযোগিতার প্রাথমিক উদ্দেশ্য হ'ল তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে তুলে ধরা যা নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিশ্বাসযোগ্য এবং সংবেদনশীল সহায়তা কাঠামো স্থাপন করবে

Posted On: 09 NOV 2023 1:23PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৯ নভেম্বর ২০২৩।। গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা- জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম) এবং ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক (এসআইডিবিআই) একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে, যা ভারতে নারী নেতৃত্বাধীন উদ্যোগের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী শৈলেশ কুমার সিং এবং এসআইডিবিআই-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী শিবসুব্রহ্মণ্যম রমনের উপস্থিতিতে আজ ডিএওয়াই-এনআরএলএম এবং এসআইডিবিআই-এর মধ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণ জীবিকা বিভাগের অতিরিক্ত সচিব শ্রী চরণজিৎ সিং ডিএওয়াই-এনআরএলএম-এর পক্ষে নথিতে স্বাক্ষর করেছেন এবং এসআইডিবিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ জেনারেল ম্যানেজার ডঃ এস এস আচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জীবিকা বিভাগের দুই যুগ্ম সচিব স্মৃতি শরণ ও স্বাতী শর্মা এবং গ্রামীণ জীবিকার ডিরেক্টর শ্রী রাঘবেন্দ্র প্রতাপ সিং এবং এসআইডিবিআই-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী সৌরভ বাজপেয়ী।

এই কৌশলগত অংশীদারিত্ব ডিএওয়াই-এনআরএলএম এবং এসআইডিবিআই-এর দক্ষতাকে একত্রিত করে স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) অভিজ্ঞ সদস্যদের মধ্যে নারী নেতৃত্বাধীন উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক উদ্যোগ গড়ে তুলবে। এই সহযোগিতার প্রাথমিক উদ্দেশ্য হ'ল তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে তুলে ধরা যা নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিশ্বাসযোগ্য এবং সংবেদনশীল সহায়তা কাঠামো প্রতিষ্ঠা করবে। উপরন্তু, এটি আনুষ্ঠানিক অর্থায়নে সুশৃঙ্খল ব্যবহারযোগ্যতার জন্য স্ট্যান্ডার্ড প্রোটোকল, সিস্টেম এবং পদ্ধতিগুলি প্রাতিষ্ঠানিককরণের পাশাপাশি নতুন আর্থিক পণ্য এবং প্রকল্পগুলির জন্য একটি বিস্তৃত কাঠামোর বিকাশ করবে৷

এই সহযোগিতার প্রত্যাশিত প্রধান ফলাফলগুলি হ'ল:

· অভিজ্ঞ এসএইচজি সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তাতে রূপান্তরিত করতে রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (এসআরএলএম) দলগুলির সক্ষমতা এবং সাশ্রয়ী ক্ষমতা বৃদ্ধি৷

· ফিল্ড ক্যাডার, মেন্টর এবং বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্ক সহ নারী নেতৃত্বাধীন উদ্যোগের জন্য একটি বিশ্বাসযোগ্য এবং সংবেদনশীল সহায়তা কাঠামো প্রতিষ্ঠা করা৷

· নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলিকে সহায়তা করার জন্য ডিএওয়াই-এমআরএলএম-এর মধ্যে মানসম্মত প্রোটোকল বাস্তবায়ন৷

· আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থদাতাদের একটি নেটওয়ার্কের সাথে অংশীদারিত্ব গঠন৷

· ক্রেডিট গ্যারান্টি এবং সুদ ভর্তুকি হিসাবে নতুন আর্থিক প্রকল্পগুলির রূপরেখা তৈরি করা এবং বাস্তবায়ন৷

· নারী-নেতৃত্বাধীন উদ্যোগের প্রচারের জন্য স্পষ্ট, পরিমাপযোগ্য মডেল তৈরি করা, যা সারা দেশে অনুকরণ করা যেতে পারে৷

এই কৌশলগত অংশীদারিত্ব নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোক্তাদের প্রতি সরকারের অঙ্গীকারের একটি প্রতিফলন, যা উদ্যোক্তা ক্ষেত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসাকে সহায়ক করার প্রতি গুরুত্ব প্রদান করে। ডিএওয়াই-এনআরএলএম এবং এসআইডিবিআই-এর শক্তির সংমিশ্রণে, এই উদ্যোগটি মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পথকে উন্মুক্ত করবে, যা শেষ পর্যন্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধিতে অবদান রাখবে।

SKC/SP



(Release ID: 1976005) Visitor Counter : 76


Read this release in: English