উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

আমাদের ইতিহাসের সবচেয়ে কালো সময় জরুরি অবস্থা জারি: উপরাষ্ট্রপতি

রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তারা সংবিধান রক্ষা, সংরক্ষণ ও বাঁচানোর শপথ নেন- ভিপি

Posted On: 09 NOV 2023 5:10PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৯ নভেম্বর ২০২৩।। পৃথিবীর কোনও শক্তিআমাদের জনগণকে মৌলিক অধিকার এবং মানবাধিকার থেকে বঞ্চিত করতে পারে না। একথা বলেছেন ভারতের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়৷ জরুরি অবস্থা জারিকে 'ইতিহাসের অন্ধকারতম সময়' আখ্যায়িত করে তিনি সেই সময় থেকে শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আজ রাজভবনে রাজ্যপালের ২০০তম বই 'বামন ভ্রাক্ষ কলা'র মোড়ক উন্মোচন করে শ্রী ধনখড় রাজ্যপালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। গভর্নরের শপথকে "সংবিধান রক্ষা, সংরক্ষণ এবং সুরক্ষার" বলে জোর দিয়ে তিনি দেশের জনগণের সেবা করার সময় প্রত্যেককে সংবিধান অনুযায়ী কাজ নিশ্চিত করার জন্য রাজ্যপালের দায়িত্বের উপর জোর দিয়েছেন।

উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে বইটির মোড়ক উন্মোচন একটি উপযুক্ত সময়ে হচ্ছে, যা মানুষকে তাদের ব্যস্ত জীবনযাত্রার মধ্যে সান্ত্বনা এবং শান্তি খুঁজে পাওয়ার একটি উপায় দেবে৷ বইটি "প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের জন্য একটি শান্ত স্থান" তৈরি করবে বলে উল্লেখ করেন তিনি।

তিন দশকের প্রচেষ্টার পর নারী শক্তি বন্দঙ্ক আধিনিয়ামের উত্তরণকে ইতিহাসের একটি 'গৌরবময় মুহূর্ত' হিসাবে বর্ণনা করেন তিনি৷

মানুষকে "গ্রহের বিশ্বস্ত" হিসাবে উল্লেখ করে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে পৃথিবী কেবল মানুষের জন্য নয়, বরং সমস্ত জীবিত প্রাণীর জন্য, প্রত্যেকেরই গ্রহে বেঁচে থাকার অধিকার রয়েছে। তিনি প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য ভারসাম্যতা তৈরির উপর জোর দিয়েছেন৷

'স্বচ্ছ ভারত'-এর মতো উদ্যোগের ফলে দেশের সমুদ্র সৈকতে উল্লেখযোগ্য পরিবর্তনের কথা উল্লেখ করেন উপরাষ্ট্রপতি। পরিচ্ছন্ন পরিবেশের জন্য এই পরিবর্তন মানুষের জন্য একটি প্রশান্তিদায়ক দৃশ্য তুলে ধরেছে এবং বাস্তুতন্ত্রের যত্ন নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি৷ উপরাষ্ট্রপতি বলেন, এই পরিবর্তনগুলি এই প্রাকৃতিক স্থানগুলির প্রাচীন সৌন্দর্য সংরক্ষণ করবে৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মাননীয় রাজ্যপাল শ্রী পি এস শ্রীধরন পিল্লাই, গোয়ার মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত, সংসদ সদস্য ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ পি টি উষা, জ্ঞানপীঠ পুরষ্কারপ্রাপ্ত শ্রী দামোদর মৌজো এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  

SKC/DM


(Release ID: 1975998) Visitor Counter : 99


Read this release in: English