সংসদ বিষয়ক মন্ত্রক
মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন ৩.০ সফলভাবে সম্পন্ন করেছে সংসদ বিষয়ক মন্ত্রক
Posted On:
08 NOV 2023 5:12PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৮ নভেম্বর ২০২৩।। ব্যাপক উৎসাহ ও সামগ্রিক দৃষ্টিভঙ্গির সাথে মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন ৩.০ সফলভাবে সম্পন্ন করেছে সংসদ বিষয়ক মন্ত্রক। এই প্রচারাভিযানের মূল ফোকাস ছিল বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তি, লোকেশন ম্যানেজমেন্টকে অগ্রাধিকার দেওয়া, কর্মক্ষেত্রের অভিজ্ঞতাকে উন্নত করা এবং মন্ত্রক কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান। ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারণের লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইন ৩.০ এর প্রাথমিক পর্যায় শুরু হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। মূল প্রচারাভিযানটি ২ অক্টোবর ২০২৩ এ শুরু হয়েছিল, ৩১ অক্টোবর ২০২৩ এ শেষ হয়েছিল। চিহ্নিত কার্যক্রমের মধ্যে ছিল জনসাধারণের অভিযোগের নিষ্পত্তি, সংসদ সদস্যদের রেফারেন্স, পরিচ্ছন্নতা অভিযান, ফাইল বাছাই ইত্যাদি।
বিশেষ প্রচারাভিযানের সময়, ২৬৩ টি পৃথক ফাইল পর্যালোচনা করা হয়েছিল, যার মধ্যে ৪৭ টি ফাইল মুছে ফেলা হয়েছে; পর্যালোচনার জন্য চিহ্নিত ১৪৫টি ই-ফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রকের বিশেষ ড্রাইভ ৩.০ এর ফলস্বরূপ, ৬০ বর্গফুট জায়গা খালি করা হয়েছে এবং স্ক্র্যাপ সামগ্রী নিষ্পত্তি থেকে ৩,৪৫,০০০/- টাকা রাজস্ব আয় হয়েছে।
প্রচারাভিযানের সময় মন্ত্রক কর্তৃক সমস্ত লক্ষ্য চিহ্নিত এবং অর্জন করা হয়েছে। প্রচারাভিযানের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বশেষ প্রতিবেদনগুলি প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ বিভাগ কর্তৃক আয়োজন করা এসসিডিপিএম ৩.০ পোর্টালে নিয়মিত আপলোড করা হয়েছে। সকল কর্মকর্তা/কর্মচারীরা স্বেচ্ছায় এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন এবং মামলার সংখ্যা হ্রাস করেছেন৷
মন্ত্রক জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে এবং বিশেষ প্রচারাভিযান ৩.০ এর অধীনে তার প্রচেষ্টাগুলিও তুলে ধরা হয়েছে৷
সংসদ বিষয়ক মন্ত্রক একটি স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন অফিস ইকোসিস্টেমের লক্ষ্য অর্জনের চেতনাকে অব্যাহত রাখার সংকল্প নিয়েছে।
SKC/SP
(Release ID: 1975790)
Visitor Counter : 84