নারী ও শিশু কল্যাণ মন্ত্রক

সামাজিক পরিবর্তনে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোগকে সহযোগিতা করতে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ‘কালার্স’

Posted On: 05 NOV 2023 4:29PM by PIB Agartala

নয়াদিল্লি, ৫ নভেম্বর, ২০২৩।। কন্যাশিশু পরিত্যাগের সামাজিক সমস্যা নিয়ে কালার্স চ্যানেল ‘ডোরি’ নামের ফিকশন শো নিয়ে এসেছে| যার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তনে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোগে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সঙ্গে শামিল হওয়ার কথা ঘোষণা করেছে কালার্স|
সমাজের দর্পণ হিসেবে বর্তমানে এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে টেলিভিশন| যার প্রভাবে অনেক নারীই পরিবর্তনের অনুঘটক হয়ে উঠেছেন| এই প্রবাহে কন্যাশিশুর প্রতি লিঙ্গ বৈষম্য ঠেকাতে এক সামাজিক পরিবর্তন নিয়ে আসতে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েই ‘ডোরি’ অনুষ্ঠান নিয়ে এসেছে কালার্স| মন্ত্রকের সঙ্গে এই সহযোগিতার অংশীদারি হিসেবে প্রাইমটাইম শো’র পাশাপাশি কন্যাশিশু পরিত্যাগের বিষয়ে দেশজুড়ে সহায়তার ক্ষেত্রে ২৪ ঘণ্টার জন্য যে আপৎকালীন বিনাশুল্ক চাইল্ড হেল্পলাইন নম্বর (১০৯৮) রয়েছে, এই নম্বরটি নিয়েও প্রচার চালাবে কালার্স চ্যানেল| 

ডোরি অনুষ্ঠানটি শুরু হবে ৬ নভেম্বর ২০২৩ থেকে| সোম থেকে শুক্রবার রাত ৯টায় কালার্সে দেখা যাবে এই অনুষ্ঠান| এনিয়ে নারী ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়কমন্ত্রী শ্রীমতি স্মৃতি জুবিন ইরানি বলেছেন, “কোনো দেশের উন্নয়নের মাপকাঠি যেমন সেই দেশে নারী ও শিশুদের উপর ব্যবহারের নিরিখে করা যায়, তেমনি মানুষের মানসিকতা পরিবর্তনের বিষয়টি দেখেও কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের প্রভাব যাচাই করা যায়| মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নির্দেশনায়, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক 'বেটি বাঁচাও, বেটি পড়াও' উদ্যোগের মাধ্যমে কন্যাশিশুকে নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে দারুণ অগ্রগতি করেছে| এই অবস্থায় দেশের অগ্রণী বিনোদন চ্যানেল কালার্স এই উদ্যোগে শামিল হয়ে কন্যাশিশু পরিত্যাগের মত গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত বিষয়ের উপর ‘ডোরি’ শো নিয়ে এসেছে| তাছাড়া কালার্স চ্যানেল চাইল্ড হেল্পলাইন নম্বরটি (১০৯৮) নিয়েও সচেতনতার প্রচার করবে|”
কালার্স হচ্ছে বিনোদনের ক্ষেত্রে ভায়াকম-১৮ এর একটি অন্যতম চ্যানেল| ২০০৮ সালের ২১ জুলাই এই চ্যানেলের সূচনা হয়| যে চ্যানেলটি ‘জজবাত কি রঙ’, বিগ বস, খতরো কে খিলাড়ি, এক নয়ি পেহেচান এর মত অনুষ্ঠান উপস্থাপনা করছে| ভায়াকম-১৮ এর সিইও কেভিন ভাজ বিষয়টি নিয়ে বলেছেন, “ডোরি’ অনুষ্ঠানটির মধ্য দিয়ে কন্যাশিশু পরিত্যাগের বিষয়টি নিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসতে পেরে আমরা সম্মানিত বোধ করছি| আমরা আশাবাদী যে ‘ডোরি’ লক্ষাধিক দর্শকের জীবনকে স্পর্শ করবে এবং শিশু পরিত্যাগের সামাজিক কুফলের দিকে মানুষের মনোযোগ নিয়ে আসবে|”
‘ডোরি’ অনুষ্ঠানটি একটি ছয় বছরের বালিকার জীবনী-নির্ভর, যে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে লড়াই করে নিজের অধিকার আদায়ে সক্রিয়|

SKC/AKD



(Release ID: 1974899) Visitor Counter : 101


Read this release in: English