স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ অন্যদের শ্রদ্ধাজ্ঞাপন

Posted On: 31 OCT 2023 12:16PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৩।। রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ, দিল্লির ল্যাফটেনান্ট জেনারেল বা উপরাজ্যপাল শ্রী বিনয় কুমার সাক্সেনা মঙ্গলবার নয়াদিল্লিতে ‘ভারতের লৌহমানব’ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন|

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জাতীয় একতা দিবসে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ‘একতার জন্য দৌড়’ অর্থাৎ ‘রান ফর ইউনিটি’র সূচনা করেন| অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর, দিল্লির উপরাজ্যপাল শ্রী বিনয় কুমার সাক্সেনা, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতি মীনাক্ষী লেখি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীগণ শ্রী নিত্যানন্দ রাই ও শ্রী অজয় কুমার মিশ্র ও শ্রী নিশীথ প্রামানিক সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| শ্রী অমিত শাহ উপস্থিত ব্যক্তিদের মধ্যে জাতীয় একতার শপথবাক্যও পাঠ করান|

  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও ‘ভারতের লৌহমানব’ সর্দার বল্লভভাই  প্যাটেলের ১৪৮ তম জন্মদিন| গোটা দেশ দিনটিকে ২০১৪ সাল থেকে ‘জাতীয় একতা দিবস’ হিসেবে প্রতি বছর উদযাপন করে আসছে| তিনি বলেন, স্বাধীনতার সময় ব্রিটিশরা ভারতকে খণ্ডিত বিভক্ত অবস্থায় ছেড়ে চলে যায়| আর ঠিক সেই সময়ে ‘ভারতের লৌহমানব’ সর্দার বল্লভভাই প্যাটেল সামান্য কিছুদিনের মধ্যেই ৫৫০টির বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতমাতার বর্তমান দিনের মানচিত্র তৈরির বিশাল কাজ সম্পন্ন করেন| শ্রী শাহ বলেন, এটা সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্প, রাষ্ট্রের প্রতি তাঁর কর্তব্যনিষ্ঠা আর লৌহের মত তাঁর দৃঢ় উদ্দেশ্যের পরিণাম, যে আজ স্বাধীনতার ৭৫ বছর পরেও ভারত বিশ্বের সামনে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আছে|

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর থেকে লক্ষদ্বীপ পর্যন্ত বিস্তৃত এই বিশাল দেশকে একত্রিত করার অবিস্মরণীয় অবদান রেখেছেন সর্দার প্যাটেল এবং দেশ এই ঋণ কখনও পরিশোধ করতে পারবে না| তিনি বলেন, সেজন্যই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কেভাদিয়ায় বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচু তৈরি করে সর্দার প্যাটেলকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন| তিনি বলেন, ‘একতার জন্য দৌড়’ ও ‘জাতীয় একতা দিবসের অঙ্গীকারে’র মধ্য দিয়ে আজ সমগ্র দেশ জাতির ঐক্য ও অখণ্ডতার জন্য নিজেকে পুনরুৎসর্গীকৃত করছে।

শ্রী অমিত শাহ বলেন, এবারের জাতীয় একতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব অন্য কারণেও রয়েছে| কেননা ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র শুভারম্ভের পরে এটাই ‘অমৃত কালের’ প্রথম ‘জাতীয় একতা দিবস’| তিনি বলেন, ‘আজাদি কা অমৃত মহোৎসবের’ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনতার প্রতি আহ্বান জানিয়েছিলেন যে, স্বাধীনতার ৭৫তম থেকে ১০০তম বর্ষের মধ্যেকার ২৫ বছর ‘সংকল্প থেকে সিদ্ধি’র ২৫ বছর| আমাদের সবাইকে এমন ভারত গড়ার জন্য শপথ গ্রহণ করতে হবে যাতে স্বাধীনতার শতবর্ষের সময় সমস্ত ক্ষেত্রে যেন আমরা বিশ্বের প্রথম হতে পারি| দেশের ১৩০ কোটি মানুষকে এই সংকল্প গ্রহণ করতে হবে এবং এই সংকল্পকে সম্পূর্ণ করার জন্য সম্মিলিত প্রয়াস ‘জাতীয় একতা দিবসের’ শপথের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ| তিনি বলেন, “আসুন আমরা সবাই মিলে আগামী ২৫ বছরে ভারতকে বিশ্বের প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য সংকল্প গ্রহণ করি এবং সর্দার প্যাটেল-এর স্বপ্নকে সফল করার জন্য সমর্পিত হয়ে কাজ করি|”

SKC/ADKD/KMD


(Release ID: 1973567) Visitor Counter : 436


Read this release in: English