ভোক্তা বিষয়ক,খাদ্য ও গণবন্টন মন্ত্রক
azadi ka amrit mahotsav

অভ্যন্তরীণ বাজারে ভোক্তাদের জন্যে পর্যাপ্ত সম্ভার বজায় রাখতে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য ঘোষণা

प्रविष्टि तिथि: 28 OCT 2023 7:03PM by PIB Agartala

নতুন দিল্লি, ২৮ অক্টোবর ২০২৩ (পিআইবি)।। কেন্দ্রীয় সরকার ২৯ অক্টোবর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ফ্লোর প্রাইস ভিত্তিতে ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) প্রতি মেট্রিক টনে ৮০০ মার্কিন ডলার বা কিলো প্রতি ৬৭ টাকা ধার্য করেছে। স্বদেশী ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পেঁয়াজের পর্যাপ্ত সম্ভার বজায় রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার কেন্দ্রীয় খাদ্য ও গণ বন্টন ও ভোক্তা মন্ত্রক এব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করে।

পেঁয়াজের রপ্তানিতে এমইপি লাগানোর সিদ্ধান্তের পাশাপাশি সরকার ইতিমধ্যেই সংগৃহীত পাঁচ লক্ষ টন ছাড়াও বাফারের জন্যে অতিরিক্ত দুই লক্ষ টন পেঁয়াজ ক্রয়ের ঘোষণাও করেছে। সারাদেশের প্রধান খাদন কেন্দ্রগুলিতে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমাগত বাফার থেকে পেঁয়াজ নিষ্পত্তি করা হয়েছে এবং এনসিসিএফ এবং এনএএফইডি দ্বারা পরিচালিত মোবাইল ভ্যান এর মাধ্যমে প্রতি কেজি পঁচিশ টাকা হারে খুচরো গ্রাহকদের সরবরাহ করা হয়েছে।

এখনো পর্যন্ত বাফার থেকে প্রায় ১.৭০ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ নিষ্পত্তি করা হয়েছে। ভোক্তাদের কাছে নমনীয় দামে পেয়াঁজ সরবরাহ করতে এবং পেঁয়াজ চাষীদের জন্য লাভজনক মূল্য নিশ্চিত করতে বাফার থেকে ক্রমাগত পেঁয়াজ সংগ্রহ ও সরবরাহ চলছে।

***

SKC/MG/KMD


(रिलीज़ आईडी: 1972869) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English