সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

আইজিএনসিএ’এর ছবি ‘লুকিং ফর চালান’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত

Posted On: 17 OCT 2023 10:33PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭ অক্টোবর, ২০২৩

 

ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ) প্রযোজিত, বাপ্পা রায় নির্দেশিত ছবি ‘লুকিং ফর চালান’, ‘শ্রেষ্ঠ তদন্তমূলক চলচ্চিত্র’ বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে আইজিএনসিএ-এর সদস্য সচিব ডঃ সচ্চিদানন্দ যোশী, পরিচালক বাপ্পা রায়ের সঙ্গে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মূর্মুর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এই চলচ্চিত্র নির্মাণের নেপথ্যে থাকা দলের অটল নিষ্ঠা ও সহযোগিতামূলক চেতনার স্বীকৃতি হল এই পুরস্কার। পুরস্কার হিসেবে ‘রজত কমল’ এবং নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। 

এই চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে কেরলের নিলাম্বুর অঞ্চলের অরণ্য সংস্কৃতি ও ঐতিহ্যের মন্ত্রমুগ্ধ করা জগতকে ঘিরে। এর মধ্য দিয়ে কেরলের বনাঞ্চলের গভীর সমৃদ্ধ সংস্কৃতি উঠে এসেছে। একইসঙ্গে প্রকাশ পেয়েছে স্থানীয় চোলানাইক্কান সম্প্রদায়ের অনেক অজানা কাহিনী। 

পরিচালক বাপ্পা রায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতাই তাঁর কাছে এক পুরস্কার। এই স্বীকৃতি তাঁদের এই ধরণের আরও অজানা কাহিনী প্রকাশ্যে আনতে প্রাণিত করবে। তাঁর দলের নিষ্ঠা ও সাফল্যের জন্যই এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

‘লুকিং ফর চালান’ চলচ্চিত্র হিসেবে উৎকর্ষের শিখরে তো পৌঁছেছেই, সেই সঙ্গে গল্প বলার অপূর্ব কায়দায় এটি বিভিন্ন ধরণের ফারাকের মধ্যে সেতু বন্ধনে, সংস্কৃতির উদযাপনে এবং রূপান্তরের আবাহনেও সফল হয়েছে। রূপান্তরের এই যাত্রা শুধু চলচ্চিত্র নির্মাতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, যারা প্রকৃতিকে পুনরাবিষ্কার এবং চোলানাইক্কান সম্প্রদায়ের স্পন্দন অনুভব করতে চান, তাঁদেরও ছুঁয়ে গেছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্যা আর্টস এই ধরণের অকথিত কাহিনীগুলিকে সকলের সামনে তুলে ধরতে চায়। তাদের নিরলস প্রয়াসে ‘লুকিং ফর চালান’-এর মতো চলচ্চিত্র রূপ পেয়েছে এবং বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের হৃদয় স্পর্শ করেছে। 
    


PG/SD/NS



(Release ID: 1968686) Visitor Counter : 75


Read this release in: English , Urdu , Hindi