প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভারত একটি বৈশ্বিক উজ্জ্বল স্থান, বৃদ্ধি ও উদ্ভাবনার শক্তিকেন্দ্রঃ প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 11 OCT 2023 6:03PM by PIB Agartala

নতুনদিল্লী, ১১ অক্টোবর , ২০২৩

 

আইএমএফ-এর আর্থিকবৃদ্ধির আগাম ঘোষণার উপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত একটি বৈশ্বিক উজ্জ্বল স্থান, বৃদ্ধি ও উদ্ভাবনার এক শক্তিকেন্দ্র। শ্রী মোদী বলেন, এটা হয়েছে আমাদের জনগণের শক্তিমত্তা ও দক্ষতার কারণে।

তিনি পুনরায় এই প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, আমরা এক সম্ভাবনাময় সমৃদ্ধ ভারতের লক্ষ্যে আমাদের অভিযাত্রাকে শক্তিশালী করার কাজ অব্যাহত রাখব, আমাদের সংস্কার কর্মের গতিপথকে আবার তেজোদ্বীপ্ত করতে থাকব।

আইএমএফ-এর এক্স থ্রেড-এর প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী  বলেন;

“আমাদের জনগণের শক্তিমত্তা ও দক্ষতার মাধ্যমে শক্তিশালী হয়ে ভারত এক বৈশ্বিক উজ্জ্বল স্থান, বৃদ্ধি ও উদ্ভাবনার এক শক্তিকেন্দ্র। আমরা এক সম্ভাবনাময় সমৃদ্ধ ভারতের লক্ষ্যে আমাদের অভিযাত্রাকে শক্তিশালী করার কাজ অব্যাহত রাখব, আমাদের সংস্কার কর্মের গতিপথকে আবার তেজোদ্বীপ্ত করতে থাকব।”

আইএমএফ-এর আর্থিক বৃদ্ধির ঘোষণাঃ ইউএসএ-ইউএস: ১.৫%, জার্মানি-ডিই: ০৯%, ফ্রান্স-এফআর: ১.৩%, ইতালি-আইটি: ০.৭%, স্পেন-ইএস: ১.৭%, জাপান-জেপি: ১.০%, কানাডা-সিএ: ১.৬%, চিন-সিএন: ৪.২%, ইন্ডয়া-আইএন: ৬.৩%, রাশিয়া-আরইউ: ১.১%, ব্রাজিল-বিআর: ১.৫%, ম্যাক্সিকো-এমএক্স: ২.১%, মরোক্কো-এমএ: ৩.৬%, কেএসএ-এসএ: ৪.০%, নাইজেরিয়া-এনজি: ৩.১%, আরএসএ-জেডএ: ১.৮% ।

***** 

SKC/SRC/KMD


(रिलीज़ आईडी: 1966757) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English