স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও সুরিনামের মধ্যে ওষুধ সংক্রান্ত স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়

Posted On: 16 AUG 2023 4:27PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৬ ই আগস্ট, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও সুরিনামের মধ্যে গত চৌঠা জুন ওষুধ সংক্রান্ত যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেবিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয়। ভারতের রাষ্ট্রপতির সুরিনাম সফরকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন এবং সুরিনামের স্বাস্থ্য মন্ত্রক এই চুক্তি স্বাক্ষর করে। 

চুক্তি অনুযায়ী ওষুধ শিল্পের নিয়ন্ত্রণের বিষয়ে দুই দেশ তথ্যের আদানপ্রদান করবে। এছাড়াও নিজ নিজ দেশের আইন ও নিয়মাবলী সম্পর্কে অন্য দেশকে অবহিত করবে। 
    সুরিনামে ওষুধ উৎপাদন এবং আমদানির সময় ওষুধের গুণমান যাচাই করার জন্য ইন্ডিয়া ফার্মাকোপিয়ার নিয়মগুলিকে অনুসরণ করবে। ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির শংসাপত্রকে সুরিনাম গ্রহণ করবে। আইপিআরএস এবং ওষুধের মান সংক্রান্ত তথ্যাদি নির্ধারণের সময় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের নিয়ম মেনে চলবে। জেনেরিক ওষুধ উৎপাদনের ক্ষেত্রে সুরিনামের ওষুধের আরও গুণমান বৃদ্ধিতে সুবিধা হবে। ওষুধ উৎপাদন সংক্রান্ত ফার্মাকোপিয়ার নিয়মগুলি সম্পর্কে স্বচ্ছ্ব ধারণা গড়ে তুলতে সাহায্য করবে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার মনোগ্রাফ সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করা হবে। সংশ্লিষ্ট দেশগুলির চাহিদা অনুযায়ী জনস্বাস্থ্য ক্ষেত্রে নিয়ামক সংস্থাগুলির দক্ষতা বৃদ্ধি করবে। দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রযুক্তির সহায়তার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা হস্তান্তর করবে।  
এই সমঝোতাপত্র অনুসারে বিদেশে ওষুধ রপ্তানীর ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে, যার মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারতের পথে আরও একধাপ এগোনো যাবে। ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের মাধ্যমে এদেশের ওষুধ শিল্প উপকৃত হবে। এরফলে ভারতীয় ওষুধ সহজেই অন্যদেশে রপ্তানী করা যাবে। সংশ্লিষ্ট দেশগুলিতে জেনেরিক ওষুধ উৎপাদনের ক্ষেত্রেও সুবিধা হবে। যার ফলে ওই দেশের নাগরিকরা স্বল্পমূল্যে ওষুধ কিনতে পারবেন। বিভিন্ন নিয়মের সরলীকরণের ফলে ভারত থেকে ওষুধ রপ্তানীতে সুবিধা হবে। ফলস্বরূপ ওষুধ শিল্পের সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিরা উপকৃত হবেন। এছাড়াও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। 

AC / SS/SG


(Release ID: 1949927) Visitor Counter : 79