আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশভাগের বিভীষিকা : আজ স্মরণ দিবস



দেশভাগের বলি অগণিত মানুষদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন শ্রী নরেন্দ্র মোদী এবং শ্রী হরদীপ এস পুরী

Posted On: 15 AUG 2023 12:36AM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৩ 

 


যে সমস্ত মানুষ দেশভাগের বলি হয়েছিলেন, তাঁদের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশভাগজনিত পরিস্থিতিতে যাঁরা ছিন্নমূল হয়ে গিয়েছিলেন, তাঁদের সেই সংগ্রামের দিনগুলির কথাও একই সঙ্গে স্মরণ করেছেন তিনি। 


আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। এই উপলক্ষে এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে আমি সেই সমস্ত ভারতবাসীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যাঁরা দেশভাগের বলি হয়েছিলেন। এই পরিস্থিতির শিকার যে সমস্ত মানুষ ঐ সময় ছিন্নমূল হয়ে গিয়েছিলেন, তাঁদের সেই কষ্ট ও সংগ্রামের দিনগুলির কথাও আমি স্মরণ করি। তাঁদের সকলকে জানাই আমার শত শত প্রণাম”। 
দেশভাগের সেই করুণ পরিণতির যাঁরা ভুক্তভোগী ছিলেন, তাঁদের মধ্যে বিশিষ্ট ৭৫ জনকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে সম্মানিত করেছেন কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল তথা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী শ্রী হরদীপ এস পুরী। তিনি এক বিবৃতিতে বলেছেন, যে অসংখ্য মানুষ সেদিন প্রাণ হারিয়েছিলেন এবং যাঁরা ছিন্নমূল হয়ে গিয়েছিলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন তাঁদের দুঃখ ও কষ্টের ঐ দিনগুলির কথা বিস্মৃত না হয়। 


তিনি আরও বলেছেন, তদানীন্তন শাসকদের ভ্রান্ত নীতি দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল। মানব ইতিহাসে এটি ছিল এক নির্মম অধ্যায়। এর শিকার হয়েছিলেন আমার মা-বাবাও। আমার জন্ম স্বাধীনোত্তর ভারতবর্ষে ১৯৫২ সালে। বড় হয়ে আমি শুনেছিলাম যে, আমার বাবা দেশভাগের দাঙ্গা থেকে সেদিন কিভাবে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে লাহোর থেকে শেষ ফ্রন্টিয়ার মেলটি ধরতে পেরেছিলেন। আমার মা-বাবার সঙ্গে আরও অনেকেই সেই বিভীষিকাময় দিনগুলির হাত থেকে রক্ষা পেয়ে আবার কিভাবে তাঁদের নতুন জীবন শুরু করেছিলেন। 


শ্রী হরদীপ এস পুরী পরে দেশভাগের বিভীষিকার উপর আয়োজিত একটি প্রদর্শনীরও আজ উদ্বোধন করেন। এর উদ্যোগ আয়োজনে যুক্ত ছিল আইজিএনসিএ এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। 

AC/SKD/SB


(Release ID: 1948746) Visitor Counter : 95
Read this release in: English , Tamil , Urdu , Hindi