জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

হাওড়ার গড়চুমুকের কাছে নদীর পাড়ে ধাক্কা মারলো বিদেশী জাহাজ

Posted On: 02 AUG 2023 5:33PM by PIB Kolkata

 কলকাতা, ২ আগস্ট, ২০২৩

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার পতাকাবাহী এমটিটি সিঙ্গাপুর নামের একটি পণ্যবাহী জাহাজ (ক্লাং বন্দরে নথিভুক্ত, দৈর্ঘ্যে ১৪০ মিটার, গভীরতায় ৭.৪ মিটার) আজ সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ হাওড়ার গড়চুমুকের কাছে পুকুরিয়া পয়েন্টে (৫৮ গেটের ১০০ মিটার নীচে) স্টিয়ারিং-এ গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পারে ধাক্কা মারে।

জাহাজটি ৩৩৮টি কন্টেনার নিয়ে ক্লাং বন্দর থেকে কলকাতার নেতাজী সুভাষ ডকে যাচ্ছিল। 

জাহাজের মাস্টার এডুইন ডিন রামাস ফিলিপিন্সের নাগরিক। তাঁর সঙ্গে আরও ২০ জন নাবিক রয়েছেন। তাঁরা ফিলিপিন্স ও মালয়েশিয়ার নাগরিক। সকলেই নিরাপদে রয়েছেন। 

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের পাইলট জাহাজে রয়েছেন। কলকাতা ও হলদিয়া থেকে দড়ি পাঠানো হয়েছে। দড়ি দিয়ে টেনে জাহাজটিকে গভীর জলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজ থেকে তেল লিক করে নদীর জলে মেশার কোনো ঘটনা এখনও চোখে পড়েনি।

কন্টেনারগুলি যাতে নদীর জলে ভেসে না যায় সেজন্য সেগুলিকে দড়ি দিয়ে ভালো করে বেধে রাখতে জাহাজের মাস্টারকে পরামর্শ দেওয়া হয়েছে।

AC/SD/SKD


(Release ID: 1945135) Visitor Counter : 112


Read this release in: English