অর্থমন্ত্রক
২০২৩-২৪ মূল্যায়ন বর্ষে আগের বছরের তুলনায় ১৬.১ শতাংশ বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে; ৩১ জুলাই – এর মধ্যে ৬ কোটি ৭৭ লক্ষ আয়কর রিটার্ন দাখিল, যা নতুন এক রেকর্ড
Posted On:
01 AUG 2023 8:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০২৩
নির্ধারিত সময়ে করদাতা এবং আয়করের সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিদের উদ্যোগের ফলে আয়কর দাখিলের পরিমাণ এক নতুন রেকর্ড স্পর্শ করেছে। আয়কর দপ্তর এর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে। ৩১ জুলাই পর্যন্ত ২০২৩ – ২৪ মূল্যায়ন বর্ষে আয়কর রিটার্ন দাখিল হয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ, যা নতুন এক রেকর্ড। ২০২২ – ২৩ মূল্যায়ন বর্ষে এই সময়কালে ৫ কোটি ৮৩ লক্ষ রিটার্ন দাখিল হয়েছিল। বেতনভোগী করদাতা এবং যেসব ক্ষেত্রে কর সংক্রান্ত অডিট করা হয় না, সেই ধরনের আয়কর রিটার্ন ৩১ জুলাই, একদিনে দাখিল হয়েছে ৬৪ লক্ষ ৩৩ হাজার। ঐ দিন ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৪ লক্ষ ৯৬ হাজার ৫৫৯টি রিটার্ন দাখিল হয়েছে, যা সর্বোচ্চ। ঐ একই দিনে বিকেল ৪টে ৩৫ মিনিটে প্রতি সেকেন্ডে ৪৮৬টি রিটার্ন দাখিল হয়। সন্ধ্যে ৫টা ৫৪ মিনিটে ৮ হাজার ৬২২টি রিটার্ন দাখিল হয়েছে। এগুলি আগের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ার পাশাপাশি, করদাতাদের ই-মেল এবং এসএমএস – এর মাধ্যমে নির্ধারিত সময়ে আয়কর দাখিলের পরামর্শ দেওয়া হয়। ফলস্বরূপ, ২০২৩-২৪ মূল্যায়ন বর্ষে ৩১ জুলাই – এর মধ্যে গত বছরের এই সময়কালের তুলনায় ১৬.১ শতাংশ বেশি রিটার্ন দাখিল হয়েছে। বিপুল সংখ্যক করদাতা তাঁদের বার্ষিক তথ্য সংক্রান্ত বিবৃতি এবং করদাতাদের জন্য নির্ধারিত তথ্য সংক্রান্ত সারাংশ তুলনা করে রিটার্ন দাখিল করেছেন। আধার ওটিপি-র মাধ্যমে বৈদ্যুতিন প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের ফলে দ্রততার সঙ্গে করদাতারা তাঁদের দাবি করা অর্থ রিফান্ড অর্থাৎ ফেরৎ পেয়েছেন। টিআইএন ২.০ কর প্রদান সংক্রান্ত প্ল্যাটফর্ম পুরনো ব্যবস্থাপনাকে সরিয়ে কার্যকর করা হয়েছে। এটি ব্যবহার করা অনেক সহজ। জুলাই মাসে ই-ফাইলিং হেল্পডেস্ক প্রায় ৫ লক্ষ প্রশ্নের উত্তর দিয়েছে। আয়কর দপ্তর নির্দিষ্ট সময়ে করদাতাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় তাঁদের প্রতি কৃতজ্ঞ। সমস্ত করদাতাদের কাছে তাঁদের রিটার্ন দাখিল করার ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য যাচাই করতে অনুরোধ করা হয়েছে। কেউ যদি নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করে থাকেন, তা হলে তাঁকে অবিলম্বে তা করার পরামর্শ দেওয়া হয়েছে।
CG/CB/SB
(Release ID: 1944979)
Visitor Counter : 171