প্রধানমন্ত্রীরদপ্তর
“অ্যাবাডন্স ইন মিলেটস্” গানে খাদ্য নিরাপত্তার এবং ক্ষুধা দূরীকরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সৃজনশীলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে : প্রধানমন্ত্রী
Posted On:
18 JUN 2023 12:15AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জুন ,২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্রী অন্ন অথবা মোটা দানার শস্য – জোয়ার, বাজরা ও রাগির প্রচুর স্বাস্থ্যকর উপাদান রয়েছে ।
রাষ্ট্রসংঘে ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন, তাতে অনুপ্রাণিত হয়ে গ্র্যামী পুরস্কার বিজয়ী ভারতীয়–মার্কিন গায়িকা ফালু একটি গান রচনা করেছেন । এক ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে জোয়ার, বাজরা ও রাগিকে জনপ্রিয় করে তুলতে, কৃষকদের এগুলির উৎপাদনে সহায়তা করতে এবং পৃথিবী থেকে ক্ষুধা দূরীকরণের জন্য একটি গান লিখেছেন ।
এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;
“@FaluMusic দারুণ এক উদ্যোগ নিয়েছেন! শ্রী অন্ন অথবা জোয়ার, বাজরা, রাগির মধ্যে পুষ্টিকর প্রচুর উপাদান রয়েছে । এই গানে খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা দূরীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সৃজনশীলভাবে মিশ্রিত হয়েছে ।”
CG/CB/NR…
(Release ID: 1933322)
Visitor Counter : 138