শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত ও আফ্রিকা ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের স্বাভাবিক অংশীদার : কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযুষ গোয়েল

Posted On: 15 JUN 2023 8:57PM by PIB Kolkata

                                                                                                                                                            নতুনদিল্লি, ১৫ জুন ২০২৩
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল বলেছেন, ভারত ও আফ্রিকা ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের স্বাভাবিক অংশীদার ।‘ভারত-আফ্রিকা সমৃদ্ধ অংশীদার’ শীর্ষক বিষয়ের ওপর ১৮ তম সিআইআই-এক্সিম ব্যাঙ্ক কনক্লেভের মূল ভাষণে একথা জানান তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মহাত্মাগান্ধী দক্ষিণ আফ্রিকায় সত্য ও অহিংসার নীতি তুলে ধরেছিলেন যা নেলসন ম্যান্ডেলা এগিয়ে নিয়ে গিয়েছিলেন ।
  কেন্দ্রীয় মন্ত্রী আফ্রিকা অঞ্চলে ১৫ জন রাষ্ট্রদূতের সঙ্গে সাম্প্রতিক আলাপচারিতার কথা উল্লেখ করেন, যা এই সম্পর্ককে আরও জোরদার করার পক্ষে এক দৃঢ় পদক্ষেপ । তিনি বলেন, আফ্রিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২২-২৩ অর্থবর্ষে ৯ দশমিক দুই-ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে । ২০৩০ সালে এই বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়ে ২০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলে আশাপ্রকাশ করেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তরুণ উচ্চাকাঙ্খী সাধারণ মানুষ এই লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে ।
  শ্রী গোয়েল বলেন আফ্রিকার ২৭ টি স্বল্প উন্নত দেশ ইতিমধ্যেই শুল্ক মুক্ত কর সুবিধা থেকে উপকৃত হয়েছে । তিনি বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিগত ৯ বছরে যেভাবে একক অংশীদার হিসেবে পথ চলার দিশা দেখিয়েছেন তারই অঙ্গ হিসেবে ভারত ও আফ্রিকার সম্পর্ক মজবুত হয়েছে । এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি তুলে ধরে বলেন “আফ্রিকা আমাদের অগ্রাধিকারের শীর্ষে থাকবে । আমরা আফ্রিকার সঙ্গে আমাদের সম্পৃক্তাকে নিবিড় ও গভীর করবো । আমরা যে পথ অবলম্বন করেছি, সেটি সুস্থায়ী ও নিয়মিত ভিত্তিতে চলতে থাকবে । “
  শ্রী গোয়েল বলেন ভারত ও আফ্রিকার সম্পর্ক বিশ্বের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াশ মানুষের স্বপ্ন এবং আকাঙ্খাপূরণে সহায়তা করবে । কীভাবে ভারত গ্লোবাল সাউথের কন্ঠস্বর হয়ে উঠতে পারেন তার ওপর জোর দেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন আফ্রিকার প্রয়োজনে ও কাজের বন্ধু দেশ ভারত । বসুধৈব কুটুম্বকমের চিন্তা-ভাবনাকে সামনে রেখে কোভিড-১৯ মহামারি চলাকালীন ভারত আফ্রিকার ভাই-বোনদের জন্য ওষুধ, টিকা এবং অন্যান্য সরঞ্জামের সহায়তা দিয়েছে । শ্রী গোয়েল “এক বিশ্ব, এক গ্রিড “-এর স্বপ্নকে বাস্তবায়িত করতে পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষেত্রে ভারত ও আফ্রিকার মধ্যে সহযোগিতার ওপর জোর দেন । আন্তর্জাতিক সৌর জোটের ২০-টিরও বেশি আফ্রিকা দেশের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি ।
  কেন্দ্রীয় মন্ত্রী জানান ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বর্তমান সময়ে বিশ্বে আফ্রিকার উত্থান খুব প্রয়োজন । ভারতের স্টার্টআপ বিপ্লব, কোউইন, ইউপিআই, এক দেশ এক রেশন কার্ড-এর মতো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মানুষের জীবনযাত্রা ও ব্যবসা সহজ করতে সাহায্য করেছে । কেন্দ্রীয় মন্ত্রী ভারত ও আফ্রিকার মধ্যে অংশীদারিত্ব আরও মজবুত করার ওপর জোর দেন ।
CG/SS/CS….



(Release ID: 1932866) Visitor Counter : 97


Read this release in: Hindi , English , Urdu