কৃষিমন্ত্রক
হায়দ্রাবাদে উৎসাহ উদ্দীপনার সঙ্গে তিন দিনের জি-২০ কৃষি কার্যকরী গোষ্ঠীর বৈঠক শুরু
Posted On:
15 JUN 2023 7:03PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৫ জুন ২০২৩
হায়দ্রাবাদে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের আওতায় তিন দিনের জি-২০ কৃষি কার্যকরী গোষ্ঠীর বৈঠক শুরু হয়েছে । একাধিক দেশ, আমন্ত্রণকারী দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ২০০ জনের বেশি প্রতিনিধি এই বৈঠকে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর সাংবাদিক সম্মেলনে জানান এই বৈঠকে কৃষি ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত খাদ্য নিরাপত্তা ও পুষ্টি ক্ষেত্রে লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ ।সেই অনুযায়ী নীতি প্রণয়ন ও সফল বাস্তবায়ন সুনিশ্চিত করা হচ্ছে ।
তিনি বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বে ভারতের জি-২০ সভাপতিত্বের দায়িত্ব পালন বিশেষ তাৎপর্যপূর্ণ ।কেন্দ্রীয় মন্ত্রী জানান অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে জি-২০ কৃষি কার্যকরী গোষ্ঠীর বৈঠকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পূরণের বিশেষ জোর দেওয়া হয়েছে ।সুস্থায়ী কৃষি উৎপাদনে জলবায়ু ভিত্তিক প্রযুক্তি এবং চাষ পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে ।পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য শক্তিশালী পরিকাঠামো ব্যবস্থাপনা ,প্রযুক্তি ও বিনিয়োগের সাহায্যে আর্থিক সুযোগ বৃদ্ধির মাধ্যমে সমন্বিত কৃষি মূল্য শৃঙ্খল ও খাদ্য ব্যবস্থাপনার মান উন্নয়নের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে বৈঠকে ।এছাড়াও কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনে ডিজিটাল পদ্ধতি গ্রহণ করা হয়েছে ।
শ্রী তোমর বলেন ভারত কৃষিক্ষেত্রে খুব সমৃদ্ধশালী দেশ । তিনি জানান দেশের খাদ্য ব্যবস্থায় অগ্রণী কর্মসূচি ও কার্যকরী নীতি বাস্তবায়ন করা হয়েছে । কৃষিক্ষেত্রের উন্নতি সাধনে ডিজিটাল পদ্ধতি গ্রহনের উপর গুরুত্ব দিয়েছে সরকার । তিনি বলেন একাধিক কৃষি পণ্য ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে প্রথম অথবা দ্বিতীয় স্থান অধিকার করেছে । কৃষি পণ্য রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি জানান । বৈঠকে ‘এক বিশ্ব,এক পরিবার ও এক ভবিষ্যতের উপর গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী । সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী কৈলাশ চৌধুরি সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
CG/SS/KK.......
(Release ID: 1932860)
Visitor Counter : 172