প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা

উভয় নেতা ব্রিকস সংগঠনের সহযোগিতা সহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করেছেন
রাষ্ট্রপতি রামাফোসা আফ্রিকার নেতৃবৃন্দের গৃহীত শান্তি উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন
আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে বলে ভারতের নীতি প্রধানমন্ত্রী পুনরায় ব্যক্ত করেন
জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারতকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি রামাফোসা

Posted On: 11 JUN 2023 12:01AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী মাতেমেলা সিরিল রামাফোসার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে উভয় নেতা পর্যালোচনা করেছেন। এই সম্পর্ক ঐতিহাসিক এবং দু’দেশের মানুষের মধ্যে নিবিড় যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। এ বছর ১২টি চিতা ভারতের পুনর্বাসন প্রকল্পের জন্য দেওয়ায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

উভয় নেতা ব্রিকস সংগঠনের সহযোগিতা সহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করেছেন। এ বছর ব্রিকস গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

রাষ্ট্রপতি রামাফোসা আফ্রিকার নেতৃবৃন্দের গৃহীত শান্তি উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য সবরকমের পদক্ষেপে ভারত সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী জানান। আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে বলে তিনি ভারতের নীতি পুনরায় ব্যক্ত করেন।

জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারতকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি রামাফোসা। তিনি ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুই নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে সহমত পোষণ করেছেন।  

 

CG/CB/DM


(Release ID: 1931492) Visitor Counter : 120


Read this release in: English