প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্যারিস ডায়মন্ড লিগে ব্রোঞ্জ পদক জয়ী লং জাম্পার শ্রীশঙ্কর মুরলীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 11 JUN 2023 12:01AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিস ডায়মন্ড লিগে ব্রোঞ্জ পদক জয়ী লং জাম্পার শ্রীশঙ্কর মুরলীকে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

 

“প্যারিস ডায়মন্ড লিগে সুন্দর প্রদর্শনের মধ্য দিয়ে শ্রীশঙ্কর মুরলী ইতিহাস রচনা করেন। লং জাম্পে তাঁর বিশেষ প্রদর্শনের জন্য তিনি মর্যাদাপূর্ণ ব্রোঞ্জ পদক জয় করেছেন। ডায়মন্ড লিগে লং জাম্পে এই প্রথম ভারতের পদক জয়। তাঁকে অনেক অভিনন্দন জানাই। তাঁর আগামীদিন সাফল্যমণ্ডিত হোক, এই কামনাই করি।”

 

CG/CB/DM


(Release ID: 1931488)
Read this release in: English