প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ভালো ফলের জন্য ভারতীয় শুটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Posted On: 10 JUN 2023 4:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ জুন, ২০২৩

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৩-এ ভালো ফলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় শুটারদের অভিনন্দন জানিয়েছেন। ১৫টি পদক জয় করে ভারত এই প্রতিযোগিতায় পদক তালিকার শীর্ষস্থান অধিকার করেছে।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“আমাদের শুটাররা আমাদের গর্বিত করে চলেছেন। অতুলনীয় পারফরম্যান্সের সুবাদে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৩-এ ভারত ১৫টি পদক জয় করে পদক তালিকার শীর্ষে রয়েছে। প্রতিটি জয়ই আমাদের তরুণ ক্রীড়াবিদদের আবেগ, নিষ্ঠা এবং উদ্দীপনার প্রমাণ। তাঁদের সবাইকে শুভেচ্ছা।”

CG/SD/SKD


(Release ID: 1931437) Visitor Counter : 165
Read this release in: English