প্রধানমন্ত্রীরদপ্তর
অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে ভারতীয়দের আগ্রহ তুলনাহীন : প্রধানমন্ত্রী
Posted On:
10 JUN 2023 4:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় নাগরিকদের উদ্ভাবনী ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার দুর্দান্ত ক্ষমতার ভূয়সী প্রশংসা করে আগামীদিনে এই গতি অব্যাহত রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দেশে যে অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করে এক নাগরিক একটি ট্যুইট করেন। তার জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট বার্তায় বলেছেন :
“নতুন প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে ভারতের নাগরিকরা অবিসংবাদিত চ্যাম্পিয়ন! তাঁরা উদ্ভাবনী ক্ষমতা এবং নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দুর্দান্ত স্বাক্ষর রেখেছেন। দেশ জুড়ে এই পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে এবং আমরা আগামী দিনেও এই গতি অব্যাহত রাখবো।”
CG/SD/SKD
(Release ID: 1931431)
Visitor Counter : 144