মানবসম্পদবিকাশমন্ত্রক
পুনেতে জি-২০ চতুর্থ শিক্ষা সংক্রান্ত কর্মীগোষ্ঠীর বৈঠকের প্রাক্কালে শিক্ষা মন্ত্রক দেশজুড়ে জনভাগিদারি অনুষ্ঠানের আয়োজন করেছে
৯ দিনে জনভাগিদারি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ৫.০১ লক্ষ স্কুলের ১.১৯ কোটি পড়ুয়া ও ১৩.৯ লক্ষ শিক্ষক সহ বিভিন্ন গোষ্ঠীর ১৯.৫ লক্ষ মানুষ
জনভাগিদারি অনুষ্ঠানগুলি জি-২০, জাতীয় শিক্ষা নীতি এবং ভিত্তিমূলক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান মিশনের প্রতি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের মধ্যে গর্ববোধের সঞ্চার করবে
प्रविष्टि तिथि:
10 JUN 2023 5:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন, ২০২৩
ভারতের জি-২০ সভাপতিত্বের মূল লক্ষ্য হল জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ – প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ভিত্তিমূলক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (এফএলএন) কর্মসূচির প্রচার ও বিস্তারের লক্ষ্যে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে।
শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সারা দেশে জনভাগিদারি অনুষ্ঠানের আয়োজন করছে। এর লক্ষ্য হল পড়ুয়া, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি জি-২০, জাতীয় শিক্ষা নীতি এবং ভিত্তিমূলক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান কর্মসূচি নিয়ে তাদের মধ্যে গর্ববোধের সঞ্চার করা। এজন্য চলতি বছরের ১ থেকে ১৫ জুন বিভিন্ন কর্মশালা, প্রদর্শনী, আলোচনাচক্র ও সম্মেলন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ যাতে এর সঙ্গে সংযুক্ত হতে পারেন সেজন্য দেশজুড়ে বিভিন্ন রাজ্য, জেলা, ব্লক এবং স্কুল স্তরে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হবে।
মহারাষ্ট্রের পুনেতে ১৯ থেকে ২১ জুন চতুর্থ শিক্ষা সংক্রান্ত কর্মীগোষ্ঠীর বৈঠকের আগে থেকে এই জনভাগিদারি অনুষ্ঠানগুলি শুরু হবে, শেষ হবে ২২ জুন, শিক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে।
মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানগুলির সুচি নিম্নরূপ :
• ১ থেকে ১৫ জুন, ২০২৩ – সব স্কুলে জি-২০ জাতীয় শিক্ষা নীতি এবং ভিত্তিমূলক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিয়ে সচেতনতামূলক জনভাগিদারি অনুষ্ঠানের আয়োজন।
• ১৭ থেকে ২২ জুন, ২০২৩ – মহারাষ্ট্রের পুনেতে স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা এবং দক্ষতা শিক্ষার সেরা নমুনাগুলি তুলে ধরতে প্রদর্শনী।
• ১৭ ও ১৮ জুন, ২০২৩ – ভিত্তিমূলক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিয়ে ২ দিনের জাতীয় সম্মেলন।
জনভাগিদারিমূলক এই অনুষ্ঠানগুলি ইতোমধ্যেই বিপুল সাফল্য পেয়েছে। ৯ দিনে জনভাগিদারি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ৫.০১ লক্ষ স্কুলের ১.১৯ কোটি পড়ুয়া ও ১৩.৯ লক্ষ শিক্ষক সহ বিভিন্ন গোষ্ঠীর ১৯.৫ লক্ষ মানুষ। এমন বিপুল সাড়া পাওয়া শুধু নজিরবিহীনই নয়, সাধারণ মানুষের মধ্যে এসম্পর্কে প্রবল আগ্রহেরও প্রতিফলন।
CG/SD/SKD
(रिलीज़ आईडी: 1931422)
आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English