অর্থমন্ত্রক
কেন্দ্রীয় সরকারের ২০২২-২৩ অর্থবর্ষে হিসাব পরীক্ষা হয়নি এ ধরনের অ্যাকাউন্ট সংক্রান্ত বিবৃতি
Posted On:
31 MAY 2023 4:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মে, ২০২৩
কেন্দ্রীয় সরকারের ২০২২-২৩ অর্থবর্ষে হিসাব পরীক্ষা হয়নি এ ধরনের অ্যাকাউন্ট সংক্রান্ত বিবৃতি প্রকাশিত হয়েছে। এই বিবৃতি অনুসারে কেন্দ্র ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছে ২৪,৫৫,৭০৬ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের কর বাবদ রাজস্বের পরিমান ২০,৯৭,৩৬৮ কোটি টাকা। কর বর্হিভূত রাজস্ব আদায়ের পরিমান ২,৮৬,১৫১ কোটি টাকা। এছাড়াও ঋণ বর্হিভূত মূলধন হিসেবে ৭২,১৮৭ কোটি টাকা সরকারের কোষাগারে এসেছে। ঋণ বর্হিভূত মূলধনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রদেয় ঋণের থেকে প্রাপ্ত অর্থ যেমন রয়েছে, পাশাপাশি অন্যান্য খাত থেকেও মূলধন প্রাপ্তি হয়েছে। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে ৯,৪৮,৪০৬ কোটি টাকা করের মূল্যায়ণের পর প্রদান করেছে। এই অর্থ বিগত অর্থবর্ষের তুলনায় ৫০,০১৫ কোটি টাকা বেশি। কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সময়কালে ৪১,৮৮,৮৩৭ কোটি টাকা ব্যয় করেছে। রাজস্ব খাতে ব্যয় হয়েছে ৩৪,৫২,৫১৮ কোটি টাকা। এরমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ঋণ গ্রহণের জন্য সুদ বাবদ অর্থ দেওয়া হয়েছে ৯,২৮,৪২৪ কোটি টাকা। এছাড়াও ভর্তুকির জন্য ব্যয় হয়েছে ৫,৩০,৯৫৯ কোটি টাকা।
CG/CB/NS….
(Release ID: 1928715)
Visitor Counter : 103