প্রধানমন্ত্রীরদপ্তর
গোয়া রাজ্য প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
प्रविष्टि तिथि:
30 MAY 2023 11:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মে, ২০২৩
গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে শুভেছা জানাই। শান্ত ও প্রাণবন্ত পরিবেশের এক অপূর্ব মিশ্রণ গোয়া তার অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত। আমি গোয়া রাজ্যের বাসিন্দাদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি। আশা করি, ভারতের উন্নয়ন যাত্রাকে শক্তিশালী করতে তাঁদের ভূমিকা অব্যাহত থাকবে।
CG/CB/SB……30_MAY_2023...…(92)…..(1928200)
(रिलीज़ आईडी: 1928600)
आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English