সংস্কৃতিমন্ত্রক
“মন কি বাত”-এর ১০০তম পর্ব উদযাপন উপলক্ষে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ “জন শক্তি” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন
Posted On:
30 APR 2023 9:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৩
অল ইন্ডিয়া রেডিওয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত”-এর ১০০তম পর্ব উদযাপন উপলক্ষে নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ আজ “জন শক্তি” শীর্ষক এক ভিন্ন ধরনের প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী শ্রীমতী অঞ্জলি এলা মেনন। ‘জনশক্তি: একটি সম্মিলিত শক্তি’ নামের এই প্রদর্শনীতে ভারতের শিল্প বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি; সংস্কৃতি ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী মীনাক্ষ্মী লেখি, সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী গোবিন্দ মোহন এবং সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী কিরণ নাদার ও শ্রীমতী মুগ্ধা সিনহা।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত-এর শততম পর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর ভাবনা-চিন্তা তুলে ধরেছেন। শিল্পীরাও তাঁদের ছবির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরেছেন। তিনি আরও বলেন, মন কি বাত হল, জনসাধারণের সঙ্গে মত বিনিময়, জনসচেতনতা, জনকল্যাণ এবং আমজনতার অংশগ্রহণের একটি মাধ্যম।
পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষ্মী লেখি বলেন, বেতার হল একমাত্র মাধ্যম, যার সাহায্যে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছনো এবং তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ১২ জন আধুনিক ভারতীয় চিত্রশিল্পীর শিল্পকর্ম। প্রত্যেক শিল্পী জল সংরক্ষণ ও নারীশক্তি থেকে শুরু করে কোভিড সচেতনতা সহ ১২টি বিষয়ের ওপর তাদের সৃষ্টি তুলে ধরেছেন। অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে, স্বচ্ছ ভারত, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, ভারতীয় কৃষি, যোগ ও আয়ুর্বেদ, ভারতীয় বিজ্ঞান ও মহাকাশ, ক্রীড়া, অমৃতকাল উদযাপন প্রভৃতি।
প্রদর্শনীতে আসা দর্শকরা শিল্পীদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পাচ্ছেন। ত্রৈমাত্রিক প্রযুক্তির ব্যবহার জনশক্তি প্রদর্শনীকে এক অন্য মাত্রা দিয়েছে। তাই এই প্রদর্শনী আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
মন কি বাত অনুষ্ঠান সাধারণ মানুষকে কীভাবে অনুপ্রাণিত করেছে, প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা তা জানার সুযোগ পাচ্ছেন। প্রদর্শনীর কিউরেটর ডঃ অলকা পান্ডের মতে, এই প্রদর্শনীতে শিল্পীরা আধুনিক এবং সমসাময়িক শিল্পকর্ম তুলে ধরেছেন। এই উপলক্ষে সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় তৈরি ১২টি বইয়ের প্রথম কমিক সিরিজ অমর চিত্রকথা প্রকাশ করা হয়। প্রথম বইটিতে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের জীবন যাপনের ৯টি গল্প রয়েছে। ইংরেজিতে লেখা এই বইগুলি ১২টি ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়েছে। এগুলি হল, তেলুগু, তামিল, মারাঠি, বাংলা, ওড়িয়া, গুজরাতি, কন্নড়, হিন্দি, অসমিয়া, মালয়ালম, পাঞ্জাবী এবং উর্দু।
বইগুলিতে বেশ কিছু আরাধ্য কাল্পনিক চরিত্র রয়েছে, যাদের কথোপকথনে উঠে এসেছে মন কি বাত-এর বিভিন্ন বিষয়বস্তু।
PG/MP/NS
(Release ID: 1921213)
Visitor Counter : 125