স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯-এর সর্বশেষ তথ্য
प्रविष्टि तिथि:
21 APR 2023 10:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২৩
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ২২০ কোটি ৬৬ লক্ষ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ কোটি ২১ লক্ষ দ্বিতীয় ডোজ এবং ২২ কোটি ৮৭ লক্ষ সতর্কতামূলক ডোজ।
গত ২৪ ঘণ্টায় ৩৬৪৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
বর্তমানে ভারতে ৬৬ হাজার ১৭০ জন কোভিড সংক্রমিত চিকিৎসাধীন। এই হার ০.১৫ শতাংশ।
সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৮০ জন সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে মোট ৪ কোটি ৪২ লক্ষ ৭২ হাজার ২৫৬ জন আরোগ্যলাভ করেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৬৯২ জন।
দৈনিক সংক্রমণের হার ৫.০৯ শতাংশ।
সাপ্তাহিক সংক্রমণের হার ৫.৩৩ শতাংশ।
এ পর্যন্ত মোট ৯২ কোটি ৫০ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার পরিমাণ ২ লক্ষ ২৯ হাজার ৭৩৯।
PG/CB/NS
(रिलीज़ आईडी: 1918548)
आगंतुक पटल : 151