সংস্কৃতিমন্ত্রক
সংস্কৃতি মন্ত্রক লোকসঙ্গীত শিল্পীদের সুরক্ষার জন্য বৃত্তি এবং ফেলোশিপ প্রকল্প বাস্তবায়িত করছে
Posted On:
27 MAR 2023 5:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৩
সংস্কৃতি মন্ত্রক লোকসঙ্গীত শিল্পী সহ সকল ধারার শিল্পীদের সুরক্ষার জন্য ‘স্কিম অফ স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ ফর প্রমোশন অফ আর্ট অ্যান্ড কালচার’ নামে একটি প্রকল্প বাস্তবায়িত করছে।
শিল্প ও সংস্কৃতির প্রচারের জন্য বৃত্তি এবং ফেলোশিপের এই প্রকল্পটি ৩টি উপাদান নিয়ে গঠিত যেমন। (i) বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তরুণ শিল্পীদের বৃত্তি প্রদান (SYA), (ii) বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য ব্যক্তিদের সিনিয়র/জুনিয়র ফেলোশিপ এবং (iii) সাংস্কৃতিক বিষয়ে গবেষণার জন্য ঠাকুর জাতীয় ফেলোশিপ (TNFCR) পুরস্কার। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত নীচে উল্লেখ করা হল: -
বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তরুণ শিল্পীদের বৃত্তি প্রদান (SYA)'। এই প্রকল্পের আওতায়, ১৮ থেকে ২৫ বছর বয়সী নির্বাচিত সুবিধাভোগীদের প্রতি মাসে ৫০০০/- টাকার বৃত্তি প্রদান করা হয়। ছয় মাস অন্তর চারটি কিস্তিতে ২ বছর এই বৃত্তি দেওয়া হয়। প্রার্থীদের অন্তত পাঁচ বছরের জন্য যেকোনো গুরু বা প্রতিষ্ঠানের অধীনে প্রশিক্ষণ নিতে হবে। মন্ত্রণালয় কর্তৃক গঠিত বৃত্তির জন্য একটি বিশেষজ্ঞ কমিটির সামনে ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ করে তাদের ফলাফলের ভিত্তিতে তালিকা নির্বাচিত করা হয়।
বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য ব্যক্তিদের সিনিয়র/জুনিয়র ফেলোশিপ প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় ৪০ বছর বা তার বেশি বয়সের নির্বাচিত ফেলোদের সিনিয়র ফেলোশিপ প্রদান করা হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে গবেষণার জন্য ছয় মাস অন্তর চারটি কিস্তিতে ২ বছর ২০’০০০ টাকা প্রদান করা হয়।
জুনিয়র ফেলোশিপ ২৫ থেকে ৪০ বছর বয়সী নির্বাচিত ফেলোদের ২ বছরের জন্য হয়। ছয় মাস অন্তর চারটি কিস্তিতে ২ বছর ১০,000/- টাকা প্রদান করা হয়। বছরে ৪০০ জনকে সিনিয়র এবং জুনিয়র ফেলোশিপ প্রদান করা হয়। মন্ত্রণালয় কর্তৃক গঠিত ফেলো এই ফেলোশিপের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রাপকদের নির্বাচন করা হয়।
সাংস্কৃতিক গবেষণার জন্য ঠাকুর জাতীয় ফেলোশিপ (টি এন এফ সি আর) পুরস্কার। এই প্রকল্পের আওতায় প্রার্থীদের দুটি বিভাগে নির্বাচন করা হয় যেমন ঠাকুর জাতীয় বৃত্তি এবং ঠাকুর গবেষণা বৃত্তি। নির্বাচিত ফেলোদের ৮০ হাজার টাকা আর্থিক সহায় তা দেওয়া হয়।
"পারফর্মিং আর্টে গবেষণার জন্য ব্যক্তিদের প্রকল্প অনুদান" এই প্রকল্পের অধীনে, সঙ্গীত নাটক আকাদেমি উপদেষ্টা কমিটির সুপারিশে ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে এই উত্তর দেন।
PG/PM/NS
(Release ID: 1911404)
Visitor Counter : 143