কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জৈব কৃষির প্রচার

Posted On: 14 MAR 2023 7:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২৩

 

বৃহত্তর স্তরে জৈব কৃষি সম্পর্কে সচেতনতা বাড়াতে ও আরও বেশি সংখ্যায় কৃষককে এতে যুক্ত করতে সরকার প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। দেশব্যাপী জৈব কৃষি কাজকে আরও উৎসাহ দিতে ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি (বিপিকেপি) সংক্রান্ত প্রচার চালানো হচ্ছে। আগামী চার বছরে ৭.৫ লক্ষ হেক্টর এলাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে। গঙ্গা তীরবর্তী এলাকা ও দেশের অন্যান্য বৃষ্টিস্নাত অঞ্চলে এক কোটি কৃষককে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে সরকার। জৈব সম্পদের সহজ ব্যবহারের জন্য সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। এই লক্ষ্যে ১৫ হাজার ভারতীয় প্রাকৃতিক ক্ষেতে চাষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কৃষি ও কৃষক উন্নয়ন বিভাগ এই ক্ষেত্রে এক বিশাল প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকদের প্রাকৃতিক কৃষি কাজের নানা পন্থা-পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াই এর লক্ষ্য। ২২টি আঞ্চলিক ভাষায় প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। রয়েছেন ৬৯৭ জন বিশেষ প্রশিক্ষক। ৫৬ হাজার ৯৫২টি গ্রাম প্রধানের জন্য প্রাকৃতিক কৃষি কাজ সম্পর্কে ৯৯৭টি প্রশিক্ষণ কর্মসূচি ইতিমধ্যেই আয়োজিত হয়েছে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ২০টি স্থানে জৈব কৃষি কাজ চালুর বিষয়ে গবেষণা চালাচ্ছে।

জৈব কৃষি কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে একটি ডিজিটাল ওয়েব পোর্টাল (naturalfarming.dac.gov.in) চালু করা হয়েছে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন।

 

PG/CB/SB


(Release ID: 1907130) Visitor Counter : 167


Read this release in: English , Urdu