কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

জৈব সারের উৎপাদন বৃদ্ধি

Posted On: 10 FEB 2023 7:02PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১০ই ফেব্রুয়ারি, ২০২৩

 

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে সরকার পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এবং মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্ট রিজিওনের মত প্রকল্পের মাধ্যমে জৈব পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য কৃষকদের উৎসাহিত করছে। রাজ্যসভায় এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই প্রকল্পগুলির মাধ্যমে কৃষকদের জৈব সার ব্যবহার করে জৈব পদ্ধতিতে কৃষিকাজে সহায়তা করা হচ্ছে। এছাড়াও উৎপাদিত পণ্যকে বাজারজাত করতেও সাহায্য করা হচ্ছে। এর জন্য কৃষকদের নানাভাবে প্রশিক্ষিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

পরম্পরাগত কৃষি বিকাশ যোজনায় সুবিধাভোগী কৃষকদের তিন বছর সময়কালে হেক্টর পিছু ৩্‌০০০ টাকা এবং মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্ট রিজিওনের সুবিধাভোগীরা তিন বছর সময়কালে হেক্টর পিছু ৩২,৫০০ টাকা ভর্তুকি বাবদ দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবর্ষে জৈব পদ্ধতিতে কৃষিকাজে উৎসাহিত করার জন্য ৬৬৭ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। 

 


PG/CB/SB



(Release ID: 1898419) Visitor Counter : 112


Read this release in: English , Urdu