স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
সর্বশেষ কোভিড-১৯ পরিস্থিতি : এক নজরে
Posted On:
02 JAN 2023 11:26AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ জানুয়ারি, ২০২৩
· দেশব্যাপী টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ভ্যাক্সিনের মোট ২২০ কোটি ১০ লক্ষ ডোজ দেওয়া হয়েছে (এর মধ্যে আবার দ্বিতীয় দফার ৯৫ কোটি ১৩ লক্ষ ডোজ এবং ২২ কোটি ৪১ লক্ষ প্রিকশন ডোজের সংখ্যাও রয়েছে)।
· গত ২৪ ঘন্টায় দেওয়া হয়েছে ৬,৬৭৫টি ডোজ।
· ভারতে বর্তমানে কোভিড সংক্রমণের ক্ষেত্রে সক্রিয় রোগীর সংখ্যা হল ২,৬৭০।
· অর্থাৎ, সক্রিয় রোগীর আনুপাতিক হার হল ০.০১ শতাংশ।
· সুস্থতার হার বর্তমানে ৯৮.৮ শতাংশ।
· গত ২৪ ঘন্টায় সুস্থ রোগীর সংখ্যা হল ২০৭।
· এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজার ৪৪৫।
· গত ২৪ ঘন্টায় নতুন রোগীর সংখ্যা হল ১৭৩।
· দৈনিক পজিটিভিটি হার (০.১৯ শতাংশ)।
· সাপ্তাহিক পজিটিভিটি হার (০.১৪ শতাংশ)।
· এ পর্যন্ত কোভিড আক্রান্ত সন্দেহে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৯১ কোটি ১০ লক্ষ; গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৯২,৯৫৫ জনকে।
PG/SKD/DM
(Release ID: 1888048)