প্রতিরক্ষামন্ত্রক
উত্তর সিকিমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন জন জেসিও সহ ১৬ জন সেনাকর্মী
Posted On:
23 DEC 2022 4:13PM by PIB Kolkata
কলকাতা, ২৩ ডিসেম্বর, ২০২২
উত্তর সিকিমে জেমায় আজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনার ১৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে। একটি সেনা ট্রাক পাহাড় থেকে গড়িয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
চাট্টেন থেকে আজ সকালে থাঙ্গু যাওয়ার পথে তিনটি গাড়ির কনভয়ে থাকা ঐ ট্রাকটি জেমাতে পৌঁছে একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা-স্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। আহত চার জওয়ানকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ষোলো জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে তিন জন জেসিও।
এই শোকের মুহূর্তে ভারতীয় সেনা নিহতদের পরিবারের পাশে রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
PG/AB/SB
(Release ID: 1886070)