কৃষিমন্ত্রক

কৃষি ও শস্যোৎপাদন ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবনের সফল প্রয়োগে দু’হাজারেরও বেশি প্রজাতির শস্য ফলন সম্ভব হয়েছে

আজ লোকসভায় জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী

Posted On: 20 DEC 2022 7:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর ২০২২

 

দেশের কৃষিক্ষেত্রে প্রযুক্তি ও উদ্ভাবনগত নতুন নতুন ব্যবস্থা ও পদ্ধতিগুলি কাজে লাগানোর জন্য গত তিন বছর ধরে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর) এবং জাতীয় কৃষি গবেষণা পদ্ধতি সংস্থা (এনএআরএস) বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মাছ সহ বিভিন্ন প্রাণী ও গাছপালার জেনেটিক বিকাশ কিভাবে আরও সফল ও উন্নত করে তোলা যায়, সেই লক্ষ্যেই এই বিশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রচেষ্টা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ বছরে (২০১৪-২২) বিভিন্ন ধরনের খাদ্যশস্য, তৈলবীজ, ডালশস্য, বাণিজ্যিক শস্যোৎপাদন, বাগিচা ফসল এবং গবাদি পশুর খাদ্যোৎপাদনের ক্ষেত্রে ২,১২২টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে এবং তা অবশ্যই প্রযুক্তিগত উদ্ভাবন ও তার সফল প্রয়োগের সুবাদে।

আজ লোকসভায় প্রশ্নোত্তরকালে এই তথ্য পেশ করেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর। তিনি জানান, প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে প্রশিক্ষার্থীদের অবহিত করা হয়। দেশের কৃষি বিকাশ কেন্দ্র এবং আইসিএআর সংস্থাগুলির মাধ্যমে গত তিন বছরে এ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৬২ লক্ষ ৯৯ হাজার কৃষিজীবীকে।

 

PG/SKD/DM



(Release ID: 1885495) Visitor Counter : 138


Read this release in: English , Urdu