কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষি ক্ষেত্রে সরকারের সহযোগিতার কারনে রবি শস্যের চাষ বেড়েছে

Posted On: 09 DEC 2022 7:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯  ডিসেম্বর, ২০২২

 

কৃষক এবং কৃষিকাজে নানা ধরনের সহযোগিতার উদ্যোগ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গ্রহণ করেছে। উন্নতমানের বীজ সরবরাহ, মূলধনের যোগান নিশ্চিত করা, শস্য বীমার মতো বিভিন্ন উদ্যোগের ফলে এ বছর রবি শস্য চাষ বেড়েছে। 

৯ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় এ বছর ১৫ শতাংশ বেশি ౼ ৫ কোটি ২৬ লক্ষ ২৭ হাজার হেক্টর জমিতে রবি শস্য চাষ হচ্ছে। এর মধ্যে গম চাষের পরিমান সব থেকে বেশি। গত বছর ২ কোটি ৩ লক্ষ ৯১ হাজার হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এ বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৭৬ হাজার হেক্টর। 

রবি মরশুমে গমের পর যে শস্যের চাষ বেশি হচ্ছে তা হল তৈলবীজ। ২০২১-২২ অর্থবর্ষে ৮৭ লক্ষ ৬৫ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজ চাষ হয়েছে। এ বছর তা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৯৫ লক্ষ ১৯ হাজার হেক্টরে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ২ বছর ধরে স্পেশাল মাস্টার্ড মিশন কর্মসূচির আওতায় গৃহীত পদক্ষেপের ফলে রেপসিড এবং সর্ষের চাষ বেড়েছে। ২০২১-২২ অর্থবর্ষে রেপসিড এবং সর্ষে চাষ হয় ৮০ লক্ষ ৫৮ হাজার হেক্টর জমিতে।  ২০১৯-২০ অর্থবর্ষে ৬৮ লক্ষ ৫৬ হাজার হেক্টর জমিতে রেপসিড এবং সর্ষে চাষ হয়। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন- তৈলবীজ প্রকল্পের আওতায় দেশের ১৮টি রাজ্যের ৩০১টি জেলায় কৃষকদের মধ্যে বীজ বন্টন করা হয়েছে।  

ডাল শস্যের চাষ ৩ লক্ষ ৩০ হাজার হেক্টর জমিতে বৃদ্ধি পেয়েছে। এ বছর ১২৭ লক্ষ ৭ হাজার জমিতে এই চাষ হচ্ছে। এর মধ্যে সব থেকে বেশি চাষ হচ্ছে ছোলা। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের আওতায় অরহড় ডাল, মুসুর ডাল এবং বিউলির ডাল চাষের উৎসাহ দেওয়ার জন্য দেশের ৩৭০টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। খরিফ মরসুমে ১৯ লক্ষ ৯৯ হাজার কুইন্টাল এবং রবি মরশুমে ৪ লক্ষ ৫৪ হাজার কুইন্টাল ডালের বীজ কৃষকদের সরবরাহ করা হয়েছে। 

এ বছর পুষ্টিকর দানা শস্যের চাষও বেড়েছে। গত বছর ৩২ লক্ষ ৫ হাজার হেক্টর জমিতে দানা শস্য চাষ হয়। এ বছর তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৬ লক্ষ ৩৯ হাজার হেক্টর। খাদ্য ও কৃষি সংস্থায় ভারতের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রসংঘ আগামী বছরকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে। ভারত জোয়ার, বাজরা এবং রাগি উৎপাদনে প্রথম সারির দেশ। এই শস্যগুলির উৎপাদন আরও বৃদ্ধি পেলে আন্তর্জাতিক মিলেট বর্ষে জোয়ার, বাজরা এবং রাগির চাহিদা বাড়বে। 

কেন্দ্রীয় সরকার কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে বীজ, মিনিকিট কৃষকদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করেছে। এছাড়াও কৃষি কাজে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা করা হচ্ছে। এর ফলে খাদ্যশস্য উৎপাদনে দেশ এক নতুন মাইল ফলকে পৌঁছেছে। ফলস্বরূপ কৃষকদের আয়ও বৃদ্ধি পাচ্ছে। 

 

PG/CB/NS


(Release ID: 1882397) Visitor Counter : 225


Read this release in: English , Urdu , Hindi