প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ

Posted On: 09 DEC 2022 2:50PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ০৯  ডিসেম্বর, ২০২২

 

কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নৌবাহিনী এবং বিমান বাহিনীতে মহিলাদের জন্য নির্ধারিত সবকটি পদেই নিয়োগ সম্পূর্ণ হয়েছে। 

সেনাবাহিনী: 

সশস্ত্র বাহিনীতে মহিলাদের নিয়োগের বিষয়টি ভারতীয় সেনাবাহিনী নিয়মিত পর্যালোচনা করে। বর্তমানে ইঞ্জিনিয়ার, সিগন্যাল শাখা, অর্ডন্যান্স শাখা, ইলেক্ট্রনিক্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা, সেনাবাহিনীর বিমান চলাচল শাখা, গোয়েন্দা শাখা, বিচার ব্যবস্থাপনা এবং শিক্ষা বিভাগ সহ ১০টি শাখায় মহিলাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়াও সশস্ত্র বাহিনীর চিকিৎসা বিভাগে চিকিৎসক এবং সেনাবাহিনীতে সেবিকা পদে মহিলাদের নিয়োগ করা হয়। বর্তমানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলা ক্যাডেট, এসএসসি মহিলা আধিকারিক, প্রোভোস্ট জুনিয়ার কমিশন্ড অফিসার পদে মহিলাদের নিয়োগের জন্য স্থায়ী কমিশনের ব্যবস্থা করা হয়েছে।  

নৌবাহিনী:

ভারতীয় নৌবাহিনীতে ১৯৯১ সাল থেকে মহিলারা আধিকারিক হিসেবে কাজে যোগদান করছেন। পরবর্তীতে এনডিএ সহ প্রতিটি শাখায় মহিলা আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে। এ বছর অগ্নিপথ কর্মসূচির আওতায় প্রথমবারের মতো সেইলার বা নাবিক পদে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট শূন্যপদের ২০ শতাংশ পদে তাঁদের নিয়োগ করা হবে।  

বিমান বাহিনী:

ভারতীয় বিমান বাহিনীতে অফিসার নিয়োগের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের কোনো স্থান নেই। বিমান বাহিনীর সবকটি শাখায় মহিলা আধিকারিকদের নিয়োগ করা হয়। বৈদ্যুতিন এবং মুদ্রণ মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০১৭র জুলাই মাস থেকে ফ্লাইং এসএসসি (মহিলা) পদের জন্য এনসিসি উত্তীর্ণদের পরীক্ষামূলক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই কর্মসূচীটিকে নিয়মিত প্রকল্পে নিয়ে আসা হয়েছে।  

সশস্ত্র বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লোকসভায় শুক্রবার শ্রী এন রেড্ডাপ্পা সহ আরও কয়েক জনের প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট। 


PG/CB/NS



(Release ID: 1882392) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Tamil