কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশে ডাল শস্য ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি

Posted On: 09 DEC 2022 8:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯  ডিসেম্বর, ২০২২

 

২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে দেশে ডাল শস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টন। এই সময়কালে তৈলবীজ উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টন। 

লাদাখ ও জম্মু-কাশ্মীর সহ ২৮টি রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন- ডাল শস্য কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও লাদাখ, জম্মু-কাশ্মীর ও পুদুচেরী সহ ২৫টি রাজ্যে জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচি- তৈলবীজ প্রকল্পের আওতায় কৃষকদের নানা ধরনের সহায়তা করা হচ্ছে। রাজ্য সরকারগুলির মাধ্যমে কৃষকদের কাছে কৃষিকাজে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি, নতুন প্রজাতির ডাল শস্য ও তৈলবীজ সরবরাহ করার পাশাপাশি নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যসভায় শুক্রবার এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর। 


PG/CB/NS


(Release ID: 1882388) Visitor Counter : 136


Read this release in: English , Urdu