মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
ভারতের পশু উন্নয়ন পর্ষদ রাস্তার কুকুর ও গৃহপালিত কুকুর প্রতিপালনের জন্য নির্দেশিকা জারি করেছে
Posted On:
07 DEC 2022 5:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ ডিসেম্বর, ২০২২
সাম্প্রতিক সময়ে এটি লক্ষ্য করা গেছে যে যারা রাস্তার কুকুরদের খেতে দেন বা যত্ন করেন তাদের মধ্যে ও শহর এলাকার বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব ক্রমাগত বাড়ছে। ভারতের পশু উন্নয়ন পর্ষদের নজরেও বিষয়টি আনা হয়েছে। এই ঘটনার পিছনে মূল কারন হচ্ছে সম্প্রতি দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, নয়ডা, মুম্বাই, পুনে, নাগপুরের মতো বিভিন্ন শহরে বেশ কয়েকজন মানুষকে কুকুর কামড়েছে।
এডাব্লুবিআই জানিয়েছে এই বিষয়ে তারা একটি নির্দেশিকা জারি করেছে যা তাদের ওয়েবসাইট www.awbi.in-এ দেখতে পাওয়া যাবে।
কেন্দ্রীয় সরকার ২০০১ সালে পুশু জন্ম নিয়ন্ত্রণ (কুকুর) আইন তৈরি করেছে। রাস্তার কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ এটি কার্যকর করবে। রাস্তার কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দিতে হবে। লক্ষ্য করা গেছে যথাযথভাবে পশুর জন্ম নিয়ন্ত্রণ (কুকুর) আইন ২০০১ কার্যকর করার ক্ষেত্রে শিথিলতা রয়েছে।
শীর্ষ আদালত বিভিন্ন নির্দেশিকা বিশেষভাবে বলেছে যে কুকুরের স্থান বদলের অনুমতি কখনই দেওয়া যাবে না। পুরসভাকে জলাতঙ্ক কর্মসূচি গ্রহণ করতে হবে। যারা নিজের দায়িত্বে রাস্তার কুকুরকে খাবার দেন তাদেরকে এই কাজে বাধা দেওয়াও যাবে না। ভারতীয় সংবিধানের ৫১এ (জি) ধারা অনুযায়ী সংবিধানে এই সংস্থান রয়েছে। তাই যারা রাস্তার কুকুরকে খাবার দেন তাদের সঙ্গে দেশের সাধারণ নাগরিকরা যেন কোনো চরম পথ অবলম্বন না করেন সেই বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে।
PG/PM/NS
(Release ID: 1881552)
Visitor Counter : 1271