স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

হামের প্রাদুর্ভাব রোধে রাঁচি, আমেদাবাদ ও মালাপ্পুরমে উচ্চ পর্যায়ের তিনটি স্বাস্থ্য প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত

Posted On: 23 NOV 2022 6:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ নভেম্বর, ২০২২

 

ঝাড়খন্ডের রাঁচি, গুজরাটের আমেদাবাদ এবং কেরলের মালাপ্পুরমে উচ্চ পর্যায়ের তিন সদস্যের কয়েকটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ঐ রাজ্যগুলিতে হামের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি খতিয়ে দেখতেই এই প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরকে হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কাজে তারা সাহায্য করবে। রাঁচিতে যে প্রতিনিধি দলটিকে পাঠানো হচ্ছে, তার বিশেষজ্ঞরা নয়াদিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি) ও রাম মনোহর লোহিয়া হাসপাতাল (আরএমএলএইচ) – এর সঙ্গে যুক্ত। আমেদাবাদের প্রতিনিধি দলটিতে রয়েছেন, মুম্বাইয়ের জনস্বাস্থ্য দপ্তর, নয়াদিল্লির কলাবতী শারণ শিশু হাসপাতাল (কেএসসিএইচ) এবং আমেদাবাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞরা। অন্যদিকে, তিরুবনন্তপুরমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আঞ্চলিক কার্যালয়, পন্ডিচেরীর জওহরলাল ইন্সটিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জেআইপিএমইআর) এবং নয়াদিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ (এলএইচএমসি) – এর বিশেষজ্ঞরা থাকবেন আমেদাবাদের প্রতিনিধিদলে।

ঝাড়খন্ড, গুজরাট ও কেরলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বরিষ্ঠ আঞ্চলিক অধিকর্তারা এই তিনটি প্রতিনিধিদলের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবেন।

সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জনস্বাস্থ্য ব্যবস্থা, প্রয়োজনীয় কর্মপদ্ধতি এবং হামের প্রাদুর্ভাব রোধে রাজ্য স্বাস্থ্য দপ্তরগুলিকে নানাভাবে সাহায্য করবে।

 

PG/SKD/SB



(Release ID: 1878326) Visitor Counter : 90