মানবসম্পদবিকাশমন্ত্রক

স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২

Posted On: 19 NOV 2022 4:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২২

 

শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার আজ নতুন দিল্লিতে ২০২১-২২ সালের স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং-ও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২ এই পুরস্কারের তৃতীয় সংস্করণ, এতে প্রায় ৯ লক্ষ ৫৯ হাজার বিদ্যালয় নাম নথিভুক্ত করেছিল। ২০১৭-১৮ সালের স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের জন্য নথিভুক্তি করা বিদ্যালয়ের তুলনায় যা দেড় গুণ বেশি। 

৯ লক্ষ ৫৯ হাজার বিদ্যালয়ের মধ্যে ৮ লক্ষ ২৩ হাজারেরও বেশি বিদ্যালয় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দিয়েছিল। জেলা ও রাজ্যস্তরে ৪ লক্ষ ২৭ হাজার ৭১৮টি বিদ্যালয়ে মূল্যায়ন হয়, যার মধ্যে ৬০৬টি বিদ্যালয় রাজ্য/কেন্দ্রশাসিত স্তরে নির্বাচিত হয়। জাতীয় নির্বাচন কমিটি ১০ অক্টোবর তাদের বৈঠকে ৩৯টি বিদ্যালয়কে জাতীয় স্তরে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২ এর জন্য মনোনীত করে। ইউনিসেফ – এর অংশীদার সংস্থা (এনইইআরএমএএন বা নির্মাণ) এর মূল্যায়ন করে। 

৩৯টি নির্বাচিত বিদ্যালয়ের মধ্যে ২১টি ছিল গ্রামীণ এলাকার এবং ১৮টি শহর এলাকার। ২৮টি বিদ্যালয় সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং ১১টি বিদ্যালয় ছিল বেসরকারি। পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়গুলির মধ্যে ২টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, ১টি নবোদয় বিদ্যালয় এবং ৩টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। ৩৪টি বিদ্যালয়কে সামগ্রিক মূল্যায়নের পর নগদ ৬০ হাজার টাকা পুরস্কার ও অন্য বিদ্যালয়গুলিকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানের ভাষণে ডাঃ সরকার সব জেলার বিদ্যালয়গুলিকে বিদ্যালয় চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়গুলি যেন নিজেদের মান ধরে রাখে, সেই বিষয়টিতেও জোর দেন তিনি। 

উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যালয়ে যাতে এক বছরের মধ্যে শৌচাগার নির্মাণ করা হয় এবং ছাত্রীদের জন্য যাতে পৃথক শৌচাগার থাকে সেই আহ্বান জানিয়েছিলেন।

২০১৪ সালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্বচ্ছ বিদ্যালয় উদ্যোগের সূচনা করে। ২ লক্ষ ৬১ হাজার ৪০০টি বিদ্যালয়ে রেকর্ড ৪ লক্ষ ১৭ হাজার ৭৯৬টি শৌচাগার নির্মিত হয় মাত্র এক বছরের মধ্যেই। 

১২ জানুয়ারি ডাঃ সুভাষ সরকার স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২ এর সূচনা করেন। কোভিড অতিমারী পরিস্থিতির দিকে নজর রেখে বিদ্যালয়গুলিতে কোভিড পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির বিষয়টিকেও মূল্যায়নের জন্য রাখা হয়। 

জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় কুমার, ওএসডি; শ্রীমতী প্রাচী পান্ডে, যুগ্মসচিব এবং শ্রীমতী অর্চনা শর্মা অবস্তি, যুগ্মসচিব। বিদ্যালয় শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 


PG/PM/SB



(Release ID: 1877419) Visitor Counter : 99


Read this release in: English , Urdu , Hindi