ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলশ্রুতিতে ভোজ্যতেল সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য হ্রাসের প্রবণতা লক্ষ্য করা গেছে

Posted On: 11 NOV 2022 8:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২২

 

ভোজ্যতেল সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের দাম গত অক্টোবর মাস থেকেই হ্রাস পেতে শুরু করেছে। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলশ্রুতিতেই তা সম্ভব হয়েছে বলে প্রকাশ। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তরের আওতায় গঠিত এক বিশেষ কমিটি প্রধান প্রধান পণ্যের মূল্য পরিস্থিতির বিষয়টি পর্যালোচনা করছে। অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যস্তর নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার পাশাপাশি দেশের কৃষক, শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের স্বার্থরক্ষার বিষয়টি সম্পর্কেও কমিটি সচেতন রয়েছে। 

ডাল জাতীয় খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে শুল্কের হার কমিয়ে আনা, মূল্য ধার্যের বিষয়টি বাস্তবসম্মত করে তোলা, ভোজ্যতেল মজুতের সীমা বেঁধে দেওয়া এবং সেইসঙ্গে পেঁয়াজ ও ডালশস্যের পর্যাপ্ত মজুতভাণ্ডার গড়ে তোলার ব্যবস্থা সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের বর্তমান মূল্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তেল শিল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোজ্যতেলের মূল্য হ্রাসের প্রবণতা যাতে অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিত করতে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে। তেল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত দু’মাসে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের ভোজ্যতেলের দাম টন প্রতি ২০০ থেকে ৩০০ মার্কিন ডলারের মতো হ্রাস পেয়েছে। মূল্য হ্রাসের এই প্রবণতার প্রতিফলন দেখা গেছে দেশের খুচরো বাজারেও। আগামী মাসগুলিতে ভোজ্যতেলের খুচরো দাম আরও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।  

 

PG/SKD/DM/


(Release ID: 1875574) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Hindi