নির্বাচনকমিশন

ভারতের নির্বাচন কমিশন সুসংহত নির্বাচন প্রক্রিয়ার জন্য দিব্যাঙ্গদের জন্য ক্ষমতায়ণ বিভাগের সঙ্গে আলোচনা করেছে

Posted On: 17 AUG 2022 8:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭  আগস্ট, ২০২২

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার আজ দিব্যাঙ্গদের জন্য ক্ষমতায়ণ বিভাগ (ডিইপিডাব্লুডি) এবং ভারত সরকারের সামাজিক ন্যায় ও মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছেন। নির্বাচন প্রক্রিয়ায় সকলকে সামিল করতে নির্বাচন কমিশন যে লক্ষ্য নিয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখে ডিইপিডাব্লুডি-র তরফে একটি উপস্থাপনা পেশ করা হয়।

বৈঠকে ভোট কেন্দ্রে সকলের, বিশেষত দিব্যাঙ্গদের ব্যবহারোপযোগী শৌচাগার,  তাদের উপযোগী সংবেদনশীল টাইলস এবং অস্থায়ী নানা সাজ-সরঞ্জামের মতো পরিকাঠামোর ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও কথা হয়।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার দিব্যাঙ্গদের জন্য ভোট ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যে তাঁর সুদূরপ্রসারী চিন্তাভাবনা আলোচনা করেন। শ্রী কুমার বলেন, ভোট গ্রহণ এলাকাকে দিবাঙ্গ বান্ধব হিসেবে তৈরি করার জন্য নির্বাচন কমিশন ডিইপিডাব্লুডি-র সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলবে। দিবাঙ্গদের প্রতি ব্যবহারিক পরিবর্তনের জন্য ভোটকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দরকার বলেও তিনি মনে করেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, দিবাঙ্গজনেরা সাধারণ মানুষের তুলনায় আরও বেশি সক্ষম। নির্বাচনী প্রক্রিয়া দিবাঙ্গজনেদের ১০০ শতাংশ অন্তর্ভুক্তির নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব মুখ্য নির্বাচনী আধিকারিদের নির্দেশ দিয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে দিবাঙ্গজনেদের ভোট প্রক্রিয়ায় সম্পূর্ণ অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে তা পুরণ করতে সিএসও এবং সরকারি ও বেসরকারী সংগঠনের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন।

ডিইপিডাব্লুডি-র সচিব শ্রীমতী অঞ্জলি ভাওরা দিবাঙ্গ আইন ২০১৬ অনুযায়ী দিবাঙ্গ ব্যক্তির অধিকার সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা কমিশনের সামনে তুলে ধরেন। এতে অভিযোগ জানানোর জন্য সুগম্য ভারত অ্যাপ, দিবাঙ্গ পরিচয়পত্র এবং দিবাঙ্গদের জন্য ক্ষমতায়ন বিভাগের তরফে ফ্ল্যাগশিপ প্রকল্পের বিষয়গুলি তুলে আনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ও ডিইপিডাব্লুডি-এর পদস্থ আধিকারিকরা। এছাড়াও ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।

PG/PM/NS



(Release ID: 1852819) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi