প্রধানমন্ত্রীরদপ্তর

‘হর ঘর তিরঙ্গা’ অভিযান : ট্যুইট বার্তার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় প্রধানমন্ত্রীর

Posted On: 14 AUG 2022 2:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ আগস্ট ২০২২

দেশের সর্বত্র ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ট্যুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

একগুচ্ছ ট্যুইট বার্তায় তিনি বলেছেন :

“এটি হল এক বিশেষ দৃষ্টিভঙ্গি যা ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সমৃদ্ধ করেছে।” https://t.co/3Behvcntef

“ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এখন উত্তোলিত।” https://t.co/ikakgzhLXQ

“ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রকৃত অর্থেই জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে।” https://t.co/vCajlNT82a

“আমি মহিলাদের অভিবাদন জানাই তাঁদের আবেগ ও দেশপ্রেমের অনুভূতির জন্য।” https://t.co/JRxkWA8tQD

“গুজরাটের সর্দার সরোবর বাঁধ ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনকে আরও জোরদার করেছে।” https://t.co/UO5wabCNAr

“জয় হিন্দ!” https://t.co/2aVXwXC506

“ ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং ‘হর ঘর তিরঙ্গা’ প্রবাসী ভারতীয়দের কল্পনাকেও ছুঁয়ে গেছে। দুবাইয়ের যে দৃশ্যগুলি আমরা দেখতে পাচ্ছি তাও যথেষ্ট আনন্দদায়ক।” https://t.co/TAxYJMTlSQ

“ ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের প্রথম সারিতেই রয়েছে ভারতের যুবশক্তি।” https://t.co/it8SUXiMiP

“ভারতীয় সমুদ্র উপকূলেরও রয়েছে এক বিশেষ ঐতিহ্য যার অবদান দেশের অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত। ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের সমর্থনে দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের প্রচেষ্টাও প্রশংসার দাবি রাখে।” https://t.co/XefJZvRRYc

“উল্লেখ করার মতো বিষয়! ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান।” https://t.co/wOA2c3gUfN

“এক রুদ্ধশ্বাস মুহূর্ত! ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান।” https://t.co/s0iIPrxQLB

“দিল্লির বুকে এক মহান প্রচেষ্টা! ‘হর ঘর তিরঙ্গা’” https://t.co/PS9qK85ZeB

“দারুণ উদ্দীপনা! ‘হর ঘর তিরঙ্গা’” https://t.co/laPxAAlcQs

“‘হর ঘর তিরঙ্গা’ – খুবই আনন্দিত এই দৃশ্য দেখে।” https://t.co/FNahsOcWKt

“‘হর ঘর তিরঙ্গা’ অভিযান – যা দেখে আমরা সত্যিই গর্বিত” https://t.co/HhnVscUVzD

“এই ধরনের প্রচেষ্টা তিরঙ্গার সঙ্গে ভারতবাসীর আত্মিক বন্ধনকে আরও জোরদার করেছে। ‘হর ঘর তিরঙ্গা’” https://t.co/opOJHCes65

 
PG/SKD/DM



(Release ID: 1852672) Visitor Counter : 136