প্রতিরক্ষামন্ত্রক
সব বাধা দূর করে ভারতীয় নৌ-বাহিনীর মহিলা বায়ুসেনা কর্মীরা ইতিহাস গড়েছেন
Posted On:
04 AUG 2022 4:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ আগস্ট ২০২২
৩ আগস্ট ভারতীয় নৌ-বাহিনীর পোর্ট ব্লেয়ার ন্যাভাল এয়ার এনক্লেভ-এর আইএনএএস-৩১৪-র পাঁচ আধিকারিক ইতিহাস গড়েছেন। তাঁরা প্রথম মহিলা হিসেবে ডর্নিয়ার ২২৮ বিমানে করে উত্তর আরব সাগর প্রদক্ষিণ সম্পন্ন করেছেন। এর নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কম্যান্ডার আঁচল শর্মা। পাইলট হিসেবে ছিলেন লেফটেন্যান্ট শিবাঙ্গী ও লেফটেন্যান্ট অপূর্ব গীতে। এই দলের অন্য দুই বর্ষীয়ান আধিকারিক ছিলেন লেফটেন্যান্ট পূজা পান্ডা ও সিনিয়র লেফটেন্যান্ট পূজা শেখাওয়াত। এই মহিলা আধিকারিকরা বেশ কয়েক মাসের প্রশিক্ষণের পর এই ঐতিহাসিক যাত্রা করেন।
এই উড়ানটি ছিল এ ধরনের সামরিক উড়ানের দিক থেকে প্রথম আর মহিলারা যাতে ভবিষ্যতে সামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করতে পারেন, এটি তার পথ সুগম করল। তাঁরা সারা দেশের লক্ষ লক্ষ মহিলার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
বাস্তবিক অর্থে এটি ‘নারী শক্তি’র জয়।
PG/PM/DM
(Release ID: 1848410)
Visitor Counter : 156