আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য বিশেষ আদালত

Posted On: 29 JUL 2022 3:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২২
 
সরকার শিশু ও মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য বিশেষ আদালত চালু করেছে। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ধর্ষণ এবং যৌন অত্যাচার থেকে শিশুদের রক্ষা করতে বিচার ব্যবস্থার জন্য ১,০২৩টি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত চালু হয়েছে। সরকারের এই প্রকল্পটি ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর। ২০২২-এর ৩০ জুন পর্যন্ত ৪০৮টি বিশেষ পসকো আদালত বসেছিল।
 
জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বিচার বিভাগ যৌথভাবে মহিলা ও শিশুদের আইনি পরিষেবা দিতে নানা কর্মসূচি চালাচ্ছে। নালসা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন, ১৯৮৭-র আওতায় আইনি পরিষেবাকে সহজ করতে ১০টি প্রকল্প হাতে নিয়েছে। অর্থনৈতিক বা অন্য কারণে কোনও নাগরিক যেন আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টিও সুনিশ্চিত করা হচ্ছে। এজন্য বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার বিষয়ে চালানো হচ্ছে প্রচারাভিযান। 
 
লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে আইন ও বিচার মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এই তথ্য জানান।
 
 
PG/PM/DM/

(Release ID: 1846595) Visitor Counter : 188
Read this release in: English , Urdu