শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি

Posted On: 28 JUL 2022 3:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২২

 

শ্রমিকদের জীবন এবং অঙ্গহানির ক্ষেত্রে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ (পিএমজেজেবিওয়াই) এবং ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’ (পিএমএসবিওয়াই)-র আওতায় সুবিধা দেওয়া হবে। পিএমজেজেবিওয়াই-এর আওতায় আসতে পারেন ব্যাঙ্ক বা ডাকঘরে অ্যাকাউন্ট থাকা ১৮-৫০ বছর বয়সী মানুষ। যে কোনও কারণেই মৃত্যু হোক না কেন, এর আওতায় ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যায়। বছরে ৪৩৬ টাকা করে ব্যাঙ্ক বা ডাকঘরের অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম-বাবদ কেটে নেওয়া হয়। এই কর্মসূচির অধীনে এ বছরের ২৯ জুন পর্যন্ত নথিভুক্ত হয়েছেন ১৩.১০ কোটি শ্রমিক। পিএমএসবিওয়াই-এর আওতায় ১৮-৭০ বছর বয়সী মানুষ যাঁদের ব্যাঙ্ক বা ডাকঘরে অ্যাকাউন্ট আছে, তাঁরা দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ২ লক্ষ টাকা এবং আংশিক অক্ষমতার ক্ষেত্রে ১ লক্ষ টাকা বিমার সুবিধা পান। এর জন্য বছরে প্রিমিয়াম-বাবদ ২০ টাকা তাঁদের ব্যাঙ্ক বা ডাকঘরের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এ বছরের ২৯ জুন পর্যন্ত ২৯.০১ কোটি শ্রমিক এই কর্মসূচিতে নথিভুক্ত হয়েছেন।

‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (এবি-পিএমজেএওয়াই)-র আওতায় ২৭টি হাসপাতালে ১,৯৪৯ ধরনের চিকিৎসার জন্য প্রতি পরিবারপিছু ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়। এটি সম্পূর্ণভাবে নগদবিহীন।

বৃদ্ধাবস্থায় সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন’ (পিএম-এসওয়াইএম) অবসরভাতা কর্মসূচি শুরু করে ২০১৯-এ। এর অধীনে ৬০ বছর বয়স হলে মাসিক ৩ হাজার টাকা অবসরভাতা দেওয়া হয়। ১৮-৪০ বছর বয়সী শ্রমিক যাঁর মাসিক উপার্জন ১৫ হাজার টাকা বা তার কম এবং যিনি ইপিএফও / ইএসআইসি / এনপিএস (সরকারি অনুদানপ্রাপ্ত)-এর সদস্য নন, তিনি এই পিএম-এসওয়াইএম কর্মসূচিতে যোগ দিতে পারেন। এতে মাসিক দেয় অর্থের ৫০ শতাংশ দিতে হয় সুবিধাপ্রাপককে আর বাকি ৫০ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার। এ বছরের ২২ জুলাই পর্যন্ত ৪৮.৫৬ লক্ষ শ্রমিক এই কর্মসূচিতে নথিভুক্ত হয়েছেন।

এই তিনটি কর্মসূচি ছাড়াও যোগ্যতার ভিত্তিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা অটল পেনশন যোজনা, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন গণবন্টন ব্যবস্থা, এমজিএনআরইজিএ, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, পিএমএওয়াই, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি, গরীব কল্যাণ রোজগার যোজনা, মহাত্মা গান্ধী বুনকর বিমা যোজনা, দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা, পিএম-স্বনিধি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সুবিধাও পেতে পারেন।

২০২১-এর আগস্টে সরকার ‘ই-শ্রম’ পোর্টালের সূচনা করে যার লক্ষ্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের তথ্যভাণ্ডার তৈরি করা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি ও কল্যাণ প্রকল্পের সুবিধা তাঁদের কাছে পৌঁছে দেওয়া। এ বছর ২৫ জুলাই পর্যন্ত ‘ই-শ্রম’ পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছেন ২৮ কোটির বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক।

রাজ্যসভায় আজ লিখিত জবাবে একথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি।

 
PG/AP/DM



(Release ID: 1845950) Visitor Counter : 248


Read this release in: English , Urdu