মানবসম্পদবিকাশমন্ত্রক
প্রতিভাবান ও মেধাবী শিশুদের জন্য প্রকল্প
Posted On:
27 JUL 2022 5:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২২
‘ন্যাশনাল ট্যালেন্ট সার্চ’-এর আওতায় ভারত সরকার দেশের ২ হাজার মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করে থাকে। বেঙ্গালুরুর ইসরো-তে ‘প্রধানমন্ত্রী ইনোভেটিভ লার্নিং প্রোগ্রাম’ (ধ্রুব)-এরও সূচনা করা হয়েছে। ছাত্রছাত্রীরা দক্ষতার পূর্ণ বিকাশের জন্য এবং সামাজিক অগ্রগতিতে তা যাতে পরিপূরক ভূমিকা নিতে পারে সেদিকে তাকিয়ে রাজ্য সরকারগুলির সক্রিয় সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে প্রতিভাবান শিশুদের উৎকর্ষের বিকাশ এবং সঠিক দিশা-নির্দেশের জন্যই ‘ধ্রুব’-র সূচনা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, অটল ইনোভেশন মিশন, নীতি আয়োগ, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি), সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং (সিসিআরটি) এবং সংস্কৃতি মন্ত্রকের অধীন সঙ্গীত নাটক অ্যাকাডেমি-র সঙ্গে পরামর্শক্রমে মুখ্য বিজ্ঞান উপদেষ্টার নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখা ও পারফর্মিং আর্ট বিভাগ থেকে ছাত্রছাত্রীদের নির্বাচন করে থাকে।
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতী অনপূর্ণা দেবী।
PG/AB/DM
(Release ID: 1845803)