সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
প্রবীণ নাগরিকদের যত্নের জন্য নানা উদ্যোগ
Posted On:
26 JUL 2022 4:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২২
প্রবীণ নাগরিকদের জন্য যে সুসংহত কর্মসূচি সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর বাস্তবায়িত করছে, তার মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এ ধরনের প্রকল্প ২৯টি, আসামে ৩৯টি ও ত্রিপুরায় ২টি প্রকল্প রয়েছে।
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনার মাধ্যমে যেসব প্রবীণ নাগরিকের মাসিক আয় ১৫ হাজার টাকার কম, তাঁদের বয়সের কারণে কোনও রকমের শারীরিক সমস্যা দেখা দিলে, সংশ্লিষ্ট ব্যক্তি যাতে বিনামূল্যে তাঁর সহায়ক যন্ত্রপাতি পান, তা নিশ্চিত করতে এই প্রকল্পের সাহায্য নেওয়া হয়। পশ্চিমবঙ্গে এ ধরনের একটি শিবির রয়েছে। এই শিবির থেকে ১০১ জন ৩৬৬টি সহায়ক সরঞ্জাম পেয়েছে। এর জন্য মোট ব্যয় হয়েছে ৯ লক্ষ ২৮ হাজার টাকা। ত্রিপুরায় এ ধরনের ৫টি শিবির রয়েছে। এই শিবিরগুলি থেকে ৬,৪১২ জন ১৮,১৮৫টি সহায়ক সরঞ্জাম পেয়েছেন। এর জন্য মোট ব্যয় হয়েছে ৪ কোটি ১১ লক্ষ ৩৮ হাজার টাকা। আসামে এ ধরনের ৮টি শিবির রয়েছে। এই শিবিরে ৬,১৯৮ জন ২৪,৬৮১টি সহায়ক সরঞ্জাম পেয়েছেন। এর জন্য মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৪ লক্ষ ৭৬ হাজার টাকা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এ ধরনের একটি শিবির রয়েছে। এই শিবিরে ৩৪২ জন ৬৭২টি সহায়ক সরঞ্জাম পেয়েছেন। এর জন্য মোট ব্যয় হয়েছে ২১ লক্ষ ১৮ হাজার টাকা।
এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যে তহবিল অনুমোদিত হয়েছে, সেই তহবিল থেকে জেলা হাসপাতালগুলি থেকে কমপক্ষে ১০টি শয্যার জেরিয়াট্রিক ওয়ার্ড গড়ে তোলা হবে। এছাড়াও, ঐ হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য বহির্বিভাগের ব্যবস্থা থাকবে। পশ্চিমবঙ্গে ২৭টি জেলা হাসপাতালে এ ধরনের ওয়ার্ড গড়ে তোলা হয়েছে। প্রত্যেক হাসপাতালে একটি করে মনস্তাত্বিক সহায়তা কেন্দ্র রয়েছে। এছাড়াও, রাজ্যে ১৫২টি কম্যুনিটি হেলথ সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। আসামে ৩৩টি জেলায় হাসপাতালে এ ধরনের ২১টি ওয়ার্ড গড়ে তোলা হয়েছে। রাজ্যে মোট ১৪টি করে মনস্তাত্বিক সহায়তা কেন্দ্র রয়েছে। এছাড়াও, রাজ্যে ১৯৮টি কম্যুনিটি হেলথ সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। ত্রিপুরার ৭টি জেলা হাসপাতালে এ ধরনের ওয়ার্ড গড়ে তোলা হয়েছে। প্রত্যেক হাসপাতালে একটি করে মনস্তাত্বিক সহায়তা কেন্দ্র রয়েছে। এছাড়াও, রাজ্যে ২২টি কম্যুনিটি হেলথ সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক।
PG/CB/SB
(Release ID: 1845261)