সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্প
प्रविष्टि तिथि:
26 JUL 2022 4:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২২
১৯৯৯ সালের প্রবীণ নাগরিকদের বিষয়ে যে জাতীয় নীতি গ্রহণ করা হয়েছিল, তা আজও কার্যকর। প্রবীণ নাগরিকদের জীবনের মানোন্নয়নের জন্য আর্থিক ও খাদ্য নিরাপত্তা, যথাযথ স্বাস্থ্য পরিষেবা, আশ্রয় ও সুরক্ষা সহ অন্যান্য চাহিদা পূরণ করা এই নীতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। অটল বয়ঃঅভ্যুদয় যোজনার মাধ্যমে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন কর্মসূচী কার্যকর করেছে। এর ফলে, প্রবীণ নাগরিকরা যাতে মর্যাদাপূর্ণ ও আত্মনির্ভর জীবনযাপন করতে পারেন, সেটি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের সঙ্গে তাঁদের বন্ধন আরও সুন্দর হবে। তাঁরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন।
অটল বয়ঃঅভ্যুদয় যোজনার আওতায় প্রকল্পগুলি হ’ল –
১) প্রবীণ নাগরিকদের জন্য সুসংহত কর্মসূচি: সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এই প্রকল্প প্রবীণ নাগরিকদের জন্য বৃদ্ধাবাস, ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্রগুলি, নিবন্ধীকৃত সোসাইটি, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন, অসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি পরিচালনা করে।
২) প্রবীণ নাগরিকদের জন্য রাজ্যগুলির কর্মসূচি: প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্থানীয় স্তরের পরিস্থিতি বিবনেচনা করে তাদের নিজ নিজ অঞ্চলে বিশেষ কর্মসূচি গ্রহণ করে থাকে।
৩) রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা: এই কেন্দ্রীয় প্রকল্পটির মাধ্যমে যেসব প্রবীণ নাগরিকের মাসিক আয় ১৫ হাজার টাকার কম এবং যাঁদের বয়সজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, সেইসব প্রবীণ নাগরিকদের নানাধরনের সহায়ক যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়। এই কাজের দায়িত্ব অ্যালিনকো’কে দেওয়া হয়েছে।
৪) প্রবীণ নাগরিকদের জন্য জীবিকা ও দক্ষতা সংক্রান্ত উদ্যোগ: স্যাক্রেড পোর্টালের মাধ্যমে প্রবীণ নাগরিকরা বেসরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, এজিআরএএসআর গোষ্ঠীর মাধ্যমে প্রবীণ নাগরিকরা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলতে পারেন।
৫) সিলভার ইকোনমিতে উৎসাহিত করা: বাছাই করা স্টার্টআপ সংস্থাগুলিকে ১ কোটি টাকার সাহায্য দেওয়া নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ বা স্টার্টআপ সংস্থাগুলিকে উৎসাহিত করে।
৬) কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা: প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়া, বৃদ্ধাশ্রম গড়ে তোলা সহ অন্যান্য বিভিন্ন উদ্যোগে কর্পোরেট সংস্থাগুলি সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭) এল্ডারলাইন – ১৪৫৬৭
প্রবীণ নাগরিকদের বিভিন্ন অভাব-অভিযোগের নিষ্পত্তি করতে মন্ত্রক ১৪৫৬৭ হেল্পলাইন নম্বর চালু করেছে।
৮) বয়ঃশ্রেষ্ঠ সম্মান: যেসব প্রবীণ নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের স্বীকৃতি দিতে বয়োশ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক।
PG/CB/SB
(रिलीज़ आईडी: 1845088)
आगंतुक पटल : 415