পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার মতো বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ

Posted On: 25 JUL 2022 5:21PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২২

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক পরিবেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে ২০২১এর ১২ আগস্ট প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধিত নিয়মাবলী, ২০২১এর বিজ্ঞপ্তি জারি করেছে। এ বছরের পয়লা জুলাই থেকে এটি কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের প্লাস্টিক পরিবেশের সর্বত্র বিরূপ প্রভাব বিস্তার করে। ২০১৬ সালে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়মাবলীকে কার্যকর করা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে যথাযথভাবে নিষিদ্ধ করার ক্ষেত্রে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠিত হয়েছে। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইতোমধ্যেই এ বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে।

২০১৪ থেকে ২০২১ সময়কালে স্বচ্ছ ভারত মিশন আর্বান প্রকল্প কার্যকর হয়েছে এবং ২০২১ থেকে ২০২৬ শুরু হয়েছে স্বচ্ছ ভারত মিশন আর্বান প্রকল্প ২.০। এর মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও সরকারি প্রতিষ্ঠান প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল :

২০১৯ সালে দেশের ৫০টি সমুদ্র সৈকতে ‘স্বচ্ছতা হি সেবা’  কর্মসূচির মাধ্যমে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দেশজুড়ে রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। ২০২১ সালে দেশে প্লাস্টিক সংক্রান্ত চ্যালেঞ্জ শীর্ষক হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ২০২১এর চৌঠা থেকে ১০ই অক্টোবর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যাতে আর কেউ ব্যবহার না করেন তার জন্য নানা ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

এ বছরের ৫ই এপ্রিল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ সফলভাবে কার্যকর করার জন্য অনলাইনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে গৃহীত পরিকল্পনাগুলি যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না সে বিষয়ে জাতীয় স্তরে একটি ড্যাশবোর্ডের মাধ্যমে নজর রাখা, অনলাইন পোর্টালে প্লাস্টিক উৎপাদকদের সচেতন করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের জন্য একটি বিশেষ নজরদারি ব্যবস্থা চালু ও এ সংক্রান্ত অভিযোগ দায়ের করার জন্য একটি অ্যাপের সূচনা।

লোকসভায় সোমবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।

PG/CB/NS


(Release ID: 1844914) Visitor Counter : 202


Read this release in: English , Urdu