অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
উড়ান কর্মসূচির আওতায় দেশের ১৪টি জল বিমান ক্ষেত্র থেকে পরিষেবা চালু করতে ২৮৭ কোটি টাকার সংস্থান
Posted On:
25 JUL 2022 4:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২২
আঞ্চলিক যোগাযোগ কর্মসূচির আওতায় দেশের জল বিমান ক্ষেত্রগুলি থেকে সীপ্লেন চালু করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে রয়েছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্তে উড়ান প্রকল্পের আওতায় ১৪টি জল বিমান ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। অসামরিক পরিবহণ সংক্রান্ত নিরাপত্তা বিধি অনুসরণ করে কয়েকটি অঞ্চলে ২০২০-র ৩১ অক্টোবর থেকে সীপ্লেন সার্ভিস চালু হয়েছে। তবে, কোভিড-১৯ অতিমারীর কারণে সাময়িকভাবে এই সীপ্লেন পরিষেবা স্থগিত রাখা হয়। দেশের ১৪টি জল বিমান ক্ষেত্র গড়ে তুলতে ২৮৭ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। এখনও পর্যন্ত ব্যয় হয়েছে ১৮ কোটি ৭৩ লক্ষ টাকা।
আঞ্চলিক যোগাযোগ কর্মসূচির আওতায় ১১৫টি হেলিকপ্টার রুট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩৬টি রুটে হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, দেশের উত্তর-পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে এই হেলিকপ্টার পরিষেবার অনুমতি দেওয়া হয়। এছাড়াও, মেসার্স পবন হংস লিমিটেড-কে ৭০টি রুটে এই সার্ভিস চালু করার অনুমতি দেওয়া হয়েছে। হেলিকপ্টার রুটগুলি হ’ল – চন্ডীগড়-সিমলা-চন্ডীগড়, সিমলা-রামপুর-সিমলা, সিমলা-মান্ডি-সিমলা, মান্ডি-ধর্মশালা-মান্ডি, মান্ডি-পুলু-মান্ডি, দেরাদুণ-নিউ তেহ্রি, শ্রীনগর–নিউ তেহ্রি, শ্রীনগর–গৌচর-শ্রীনগর, দেরাদুন-শ্রীনগর-দেরাদুন, দেরাদুন-গৌচর-দেরাদুন, হলদৌয়ানি-হরিদ্বার-হলদৌয়ানি এবং পন্থনগর-পিথোরাগড়-পন্থনগর।
PG/SKD/SB
(Release ID: 1844703)
Visitor Counter : 204